সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :
ব্রাক্ষনবাড়িয়ার নবাগত জেলা প্রশাসক হায়াত-উদ- দৌল্লা খান নবীনগরে প্রশাসন, রাজনৈতিক ও সুধী সমাজের সাথে মত বিনিময়ের সময় বলেন, নবীনগরে সকল মানুষের মাঝে যে সম্প্রীতি এটা যদি সবখানে থাকে তাহলে দেশ অনেক আগেই উন্নত রাষ্ট্রে পরিনত হতো । উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৩/১০) সকালে সভায় তিনি আরো বলেন,এখানের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আপনাদের আন্তরিকতা সরকারের উন্নয়নকে বেগবান করবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃসফিকুল ইসলাম, পৌর মেয়র মাঈন উদ্দিন,অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল, সহকারী কমিশনার (ভুমি) জেপি দেওয়ান, ওসি আসলাম শিকদার, আওয়ামীলীগ নেতা এড. সুজিত দেব, এডঃ শিব শংকর দাস, জহির উদ্দিন চৌধুরী সাহান, জসীম উদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক আবু মোছা, অধ্যক্ষ ইউনুস আলী, চেয়ারম্যান এনামুল হক, মৌসুমী বারী, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী হাসান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম কে জসিম উদ্দিন, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমূখ।