রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৯ অপরাহ্ন
অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শ্লোগানে
প্রশাসনের উন্নয়ন মেলায় ৮টি স্টলকে শ্রেষ্ঠ পুরস্কার
নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়য়ার নবীনগবর উপজেলার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এ শ্লোগানে নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনদিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সমাপনী অনুষ্ঠান শনিবার(৬/১০) বিকালে সরকারী হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলাম, মেয়র মাঈন উদ্দিন মাইনু, জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নাহার বেগম, ওসি আসলাম সিকদার, ইন্সপেক্টর(তদন্ত) রাজু আহম্মেদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সাংবাদিক সঞ্জয় সাহা, সাংবাদিক মাহাবুব আলম লিটন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোর্শেদুল ইসলাম লিটন, উপজেলা আ’লীগের কৃষি সম্পাদক সৈয়দ জামান, উপজেলা যুবলীগ সভাপতি সামস্ আলম, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারি মামুন, স্বেচ্ছা সেবক লীগ নেতা ওমর ফারুক। সঞ্চালনায় ছিলেন মোছাদ্দেক হোসাইন।
পরে মেলায় ৪৭টি স্টলের মধ্যে তিনটি ক্যাটাগরিতে ৮টি স্টলকে পুরস্কার দেয়া হয়। এছাড়াও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর সরকারী হাই স্কুলকে পুরস্কার প্রদান করা হয়।