মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
নবীনগরে থেকে মোঃ কবির হোসেন, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা (দঃ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রবিবার(৩০/৯) দুপুরে শিক্ষার্থীদের মাঝে ‘মিড-ডে মিল’ এর শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি নবীনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মাসুম।
এসময় তিনি বলেন, সকাল ৯টা থেকে দীর্ঘ সময় শিক্ষার্থীরা স্কুলে পড়ালেখা করে দুপুরবেলা খাবার বিরতি মুহুর্তে বাড়িতে গিয়ে খেয়ে আসতে হয়।এতে সময় ও শ্রম বৃথা যায়।তাই তিনি শিক্ষার্থীদের বলেন,তোমরা কষ্ট করে বাড়িতে না গিয়ে টিফিনের খাবার তোমাদের সাথে নিয়ে আসবে। বিরতির সময় সহপাঠীদের নিয়ে একসাথে টিফিন খেলে মন ও শরীর সুস্থ্য থাকবে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, জিনদপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, সহকারী শিক্ষা অফিসার সুমন দেবনাথ, শিউলী কর, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজাউল করিম সবুজ প্রমূখ।