রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
নবীনগর থেকে মোঃ কবির হোসেন, কালের খবর :
ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার , বিটঘর ইউনিয়ন, দুরুইল গ্রামে ইভটিজিং করার সময় বখাটে রাসেলকে (২১) গ্রেপ্তার করেছে শিবপুর পুলিশ ক্যাম্পের ইন্চার্জ এস অাই ইহসানুল হাসান।সে একই উপজেলার দুরুইল গ্রামের হোসেন মিয়ার ছেলে।
জানা যায়, বখাটে রাসেল তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার দুরুইল গ্রামে জহিরুল হক বাবুল মিয়ার মেয়ে সাবরিনা শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের ছাত্রী কে প্রতিদিনের মতো আজ রবিবার ৯/৯/১৮ সকাল ৯ টায় ইভটিজিং করার সময় বখাটে রাসেল কে পুলিশ হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,ওই দিন দুপুরে বখাটে রাসেলকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।