রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
মোঃ কবির হোসেন, কালের খবর :
বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রসা ক্রীড়া সমিতির ৪৭তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮/৮) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইউএনও মোহাম্মদ মাসুম, সম্পাদক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন, সদস্য সাংবাদিক সঞ্জয় সাহা, ক্রীড়া সংস্থার সম্পাদক ক্রীড়া শিক্ষক আঃ রহিম সাগর সহ সম্মানীত প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষকবৃন্দ।
সভায় সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।
সভায় ৮ সেপ্টেম্বরের মধ্যে উপজেলায় কাবাটি, সাতাঁর, বলিবল ও ফুটবল খেলায় চ্যাম্পিয়নদের তালিকা এবং ১২ সেপ্টেম্বরের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দলের নাম জেলায় প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।