শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে খিরা চাষে লাভবান কৃষক, খিরা যাচ্ছে সারাদেশে। কালের খবর তীব্র গরমে পথচারীদের সুপেয় পানি সরবরাহ করছে ফায়ার সার্ভিস। কালের খবর সাতক্ষীরার কালিগঞ্জে এন্টিবায়োটিক ব্যবহার করে পশুদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে। কালের খবর সমাজে “শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে — সাতক্ষীরায় তাপদাহে রিকশাচালকদের মাঝে পানি ও স্যালাইন বিতারণ। কালের খবর প্রচণ্ড তাপদাহে পুড়ছে বাগান, ঝরছে আম, শঙ্কায় চাষীরা। কালের খবর ট্রাফিক-ওয়ারী বিভাগ যানচলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে। কালের খবর মারামারি দিয়ে শুরু হলো ‘খলনায়ক’দের কমিটির যাত্রা। কালের খবর কুতুবদিয়ার সাবেক ফ্রীডম পার্টির নেতা আওরঙ্গজেবকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। কালের খবর সাতক্ষীরায় লোনা পানিতে ‘সোনা’ নষ্ট হচ্ছে মাটির ভৌত গঠন। কালের খবর
বাংলাদেশি ছাত্র আন্দোলনের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে আর্ন্তজাতিক গণমাধ্যমে। কালের খবর

বাংলাদেশি ছাত্র আন্দোলনের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে আর্ন্তজাতিক গণমাধ্যমে। কালের খবর

কালের খবর ডেস্ক : বাংলাদেশি ছাত্রদের চলমান আন্দোলনের খবর আর্ন্তজাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। রবিবার রাজধানী ঢাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই শিক্ষার্থী নিহত হয়।

এ ঘটনায় আহত হয় আরো ৯জন । এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে পঞ্চম দিনের মতো রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করছে।
সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমস বলেছে, বাংলাদেশে একটি বাসের নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় রাজধানী ঢাকার রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

চীনের সংবাদসংস্থা সিনহুয়া বলছে, ঢাকায় চালকের বেপরোয়া গাড়ির নিচে চাপা পড়ে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় হাজারো শিক্ষার্থী পথে নেমেছে। নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে তারা।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু বলছে, দুই শিক্ষার্থীর ওপর গাড়ি চালিয়ে দেয়া চালকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানী ঢাকার রাস্তায় বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সড়কে নিরাপত্তা ও হত্যার ন্যায়বিচার দাবি করছে তারা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন বলছে, বাস দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর জেরে অস্থিতিশীল হয়ে উঠছে বাংলাদেশের বিভিন্ন শহর। প্রতিবাদের ঝড় উঠেছে ঢাকার রাজপথে। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ঢাকার বিভিন্ন এলাকায়।

ভয়েস অব আমেরিকা বলেছে, বাংলাদেশে ছাত্র বিক্ষোভে রাজধানী কার্যত অচল হয়ে পড়েছে। বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদ জানাতে ছাত্ররা রাস্তায় নেমে এসেছে। অন্তত ২০টি পয়েন্টে ছাত্ররা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। দু’জন মন্ত্রী ছাত্রদের তোপের মুখে পড়েছেন।
সূত্র: ওয়েবসাইট

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com