সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
কালের খবর রির্পোট : রাজধানী বংশাল থানার আলু বাজারে সম্প্রতি কদম আলী হোটেলের মালিক রফিক মোবাইলে ডেকে নিয়ে সাংবাদিক শিশির চৌধুরীকে মারধর করে, চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে হয়রাণী করার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উক্ত রফিক দীর্ঘ দিন যাবত তার মালিকানাদিন কদম আলী নামের আবাসিক হোটেলে মাদক ও দেহ ব্যবসা সহ বিভিন্ন অনৈতিক কাজ করে আসছে । এই সংবাদ শিশির চৌধুরীর মালিকানাদিন অনলাইন পি বাংলা টিভিতে সংবাদ প্রকাশ করায় হোটেল মালিক রফিক খিপ্ত হয়ে থানা পুলিশকে ম্যানেজ করে, গত ৪ ই জুন রাত ১০ ঘটিকায় সাংবাদিক শিশির চৌধুরীর দীর্ঘ দিনের সাংবাদিক জীবনের সম্মান নষ্ট করার জন্য সাজানো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রাণী করে। হোটেল মালিক রফিকের এমন অনৈতিক কাজের জন্য সাংবাদিক সমাজ ও এলাকাবাসী তীব্র নিন্দা ও এর দিষ্টান্ত মূলক বিচার দাবি করেন।
দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।