বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা রাশিদা সুলতানাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এমনকি তার প্রাণনাশেরও চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বুধবার বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাশিদা সুলতানা।
জিডির বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া বলেন, ‘কে বা কারা তাকে কয়েকদিন ধরে ফোনে হত্যার হুমকি দিচ্ছে বলে তিনি থানায় জিডি করেছেন। বিষয়টি আমরা দেখছি।’
জিডি উল্লেখ করা হয়, কয়েকদিন ধরে রাশিদা সুলতানাকে ফোনে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও বুধবার নিজের চলন্ত প্রাইভেটকারে থাকা অবস্থায় গাড়ির একটি চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ার ঘটনাকে প্রাণনাশের ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন তিনি।
রাশিদা সুলতানা বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। বিষয়টি আমলে নেইনি। কিন্তু আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে অফিসে যাওয়ার পথে আমার গাড়ির চাকা খুলে যায়। অথচ মাত্র ১৫ দিন আগে এসব নতুন চাকা লাগানো হয়েছে।’
তিনি বলেন, ‘নাশকতার উদ্দেশ্যে চাকার নাট-বোল্ট ঢিলে করে দিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে বলেই আমি মনে করি। এ অবস্থায় জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক। এ কারণে আমি থানায় জিডি করেছি।’
কালের খবর -/৭/৩/১৮