হাফেজ মো. ইকবাল। বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। সাড়ে ৪ বছর বয়সেই জ্বরে আক্রান্ত হয়ে চোখের দৃষ্টি হারান। নাইঘর গ্রামে হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি হন। বন্ধুদের কাছে শুনে শুনে ৩০ পারা কোরআন মুখস্থ করে হাফেজ হবার গৌরব অর্জন করেন। নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে শুধু কানে শুনে রেডিও বাংলাদেশ কুমিল্লা অফিসের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেন। রেডিও অনুষ্ঠানের সরাসরি প্রোগ্রাম স্বাস্থ্য, খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনেক সাফল্য অর্জন করেন। কুমিল্লা বেতারযোগে ২০০৯ সাল থেকে বিভিন্ন অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ ইকবাল বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে যাচ্ছেন। কয়েক বছর আগে তার নিজ গ্রাম নাগাইস এলাকার শিক্ষিত ও অর্ধশিক্ষিত যুবকদের নিয়ে গঠন করেন ‘মুরাদ বেতার যুব সংঘ’। ওই যুব সংঘের তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। সংগঠনের পক্ষ থেকে প্রতি বছর বিভিন্ন সময়ে বিভিন্ন খেলাধুলা ও এলাকার উন্নয়মূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে যাচ্ছেন। কিছুদিন আগে এলাকার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন। ২০১৭ সালে বাড়ির পাশে ফয়েজিয়া রাজ্জাকিয়া ইসলামিয়া দাখিল মাদরাসা এবং নুরানী ও হিফজ বিভাগের সামনে ব্যবসা শুরু করেন। চোখে না দেখতে পারলেও হাফেজ ইকবাল শব্দ শুনে মানুষের গতিবিধি লক্ষ্য করতে পারেন। মোবাইল ফোনের বাটন টিপে সবার সঙ্গে ফোনে কথা বলতে পারেন। ২০১০ সালে বিবাহ করেন। বর্তমানে একটি ছেলে ও এক কন্যাসন্তানের জনক।
সংগঠক, বেতারের উপস্থাপক হাফেজ ইকবাল মানুষের কল্যাণে কাজ করতে খুব পছন্দ করেন।
তিনি বেতারের একজন নিয়মিত উপস্থাপক হিসাবে কাজ করতে চাচ্ছেন। তিনি বলেন, মানুষ চেষ্টা করলে অনেক অসাধ্য কাজ সাধন করতে পারে। আমি আমার সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই এবং একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গঠন করতে এলাকাবাসী সার্বিক সহযোগিতা কামনা করছি।