বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন
শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি, কালের খবর :
বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে ব্যতিক্রম কিছু কর্মকর্তা রয়েছেন, যারা সততা, নিষ্ঠা ও মানবিকতা দিয়ে জনগণের আস্থা অর্জন করে চলেছেন। নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা তেমনই একজন দৃষ্টান্ত।
তিনি ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ৯ ডিসেম্বর রায়পুরায় ইউএনও এবং পৌর প্রশাসকের দায়িত্ব নেন।তার যোগদানের পর থেকেই সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বে তিনি রায়পুরার সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্তর্র্বতীকালীন সরকারের সময় নানা চ্যালেঞ্জের মধ্যেও মোঃ মাসুদ রানা তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। উপজেলা প্রশাসন ও পৌর পরিষদ—দুই ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় থেকে জনসেবাকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।
সরকারি সেবার কার্যকর বাস্তবায়ন, অবৈধ বালু উত্তোলন, দখলদায়িত্ব রোধ, অস্ত্র ও জমি উদ্ধারসহ প্রশাসনিক নানা অভিযানে সক্রিয় ভূমিকা রাখছেন। আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় এসব কার্যক্রম বাস্তবায়ন করে জনস্বার্থে নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন।
এছাড়াও তিনি নিয়মিত বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয় করে মাঠ পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন ও পরিদর্শন করছেন। তার নেতৃত্বে রায়পুরায় গড়ে উঠছে একটি সুশাসন ও সেবাভিত্তিক জনবান্ধব প্রশাসন।
মানবিক ইউএনও হিসেবে পরিচিত মোঃ মাসুদ রানা বলেন, “আমি বিশ্বাস করি কাজই পরিচয়ের মূল ভিত্তি। ছাত্রজীবন থেকেই মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল, আর বিসিএস প্রশাসনে আসার পর সেই সুযোগটিই বাস্তবে রূপ পেয়েছে।”
তিনি আরও বলেন, “আমার কর্মের মধ্য দিয়েই আমি রায়পুরাবাসীর হৃদয়ে থাকতে চাই। আমি হয়তো একদিন এই উপজেলা ছাড়ব, কিন্তু আমার কাজ ও নিষ্ঠা যদি মানুষের হৃদয়ে জায়গা করে নেয়, সেটিই হবে আমার সবচেয়ে বড় অর্জন।”
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে তিনি জানান, “সেবা নিতে আসা মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতেই আমি কাজ করছি। জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের সহযোগিতায় এই লক্ষ্য পূরণ সম্ভব।”
রায়পুরা উপজেলা প্রশাসনের এই মানবিক নেতৃত্বের প্রতি ইতিমধ্যে স্থানীয়দের আস্থা বৃদ্ধি পেয়েছে। জনসেবা ও প্রশাসনিক উন্নয়নে মোঃ মাসুদ রানার কর্মতৎপরতা যেন ভবিষ্যতের প্রশাসনিক আদর্শ হয়ে ওঠে—এটাই রায়পুরাবাসীর প্রত্যাশা।