বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
মুহিদুল ইসলাম, পলাশ, ঘোড়াশাল প্রতিনিধি, কালের খবর : নরসিংদী, ঘোড়াশাল ময়েজউদ্দিন সড়ক সেতুতে আজ সকালে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে যায়। ট্রাকটি নিচে পড়ে বিধ্বস্ত হলেও এক অলৌকিক ঘটনা ঘটে—দুর্ঘটনার মুহূর্তে সেতুর নিচে থাকা বসতভিটা অক্ষত থাকে অল্পের জন্য তারা দুর্ঘটনার কবল থেকে রক্ষা পায় । এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা এই ঘটনাকে ‘আল্লাহর কৃপা’ হিসেবেই দেখছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রাকটি ঢাকা থেকে ভৈরবমুখী ছিল এবং অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতার কারণে সেতুর বাঁক ঘুরাতে না পেরে ট্রাকটি রেলিং ভেঙে নিচে পড়ে যায়।
ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। ট্রাকচালক আহত অবস্থায় উদ্ধার হয় এবং তাকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলে সাময়িক যান চলাচল বিঘ্নিত হলেও পুলিশ দ্রুত নিয়ন্ত্রণে আনে।