রবিবার, ১১ মে ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা) কর্তৃক আয়োজিত অর্থনীতির অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রসঙ্গ শীর্ষক এক সেমিনার। কালের খবর পিএইচডি ডিগ্রী অর্জন করলেন আরিফুর রহমান। কালের খবর কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। কালের খবর কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতির ভাইয়ের উপর ‍স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত হামলা। কালের খবর নলডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ীতে ডাকাতি। কালের খবর রায়পুরায় মানসিক প্রতিবন্ধী নিখোঁজ। কালের খবর মাটিরাঙায় বিজিবির অভিযানে সাড়ে ১৩ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জমাদ্দার মিলনের পিতার ইন্তেকাল। কালের খবর মাটিরাঙ্গায় প্রা‌ন্তিক কৃষক‌দে‌র মাঝে বিনামূ‌ল্যে সার ও বীজ বিতরণ। কালের খবর
আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ। কালের খবর

আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে : হাসনাত আব্দুল্লাহ। কালের খবর

 

মো: ইমরান খাঁন (দেবিদ্বার) কুমিল্লা, কালের খবর :

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা এমন দেশ আর চাই না, যে বাংলাদেশে আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়, আমরা এমন বাংলাদেশ আর চাইনা, যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে, আলেম-ওলামাদেরকে জেলে ঢুকানো হয়, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করার কারণে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয়, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাহাজানি গুম খুন, হত্যা থাকবে, আমরা এমন বাংলাদেশ চাই, যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ, তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে, আমরা এমন দেশ চাই যে দেশে ইসলামের সুশীতল ছায়াতলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবো।
শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী দরবার শরীফের ২দিন ব্যাপী ৭৭তম ঈসালে সওয়াব মাহফিলের প্রথম দিনে এইসব কথা বলেন তিনি,

হাসনাত আরো বলেন আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কে কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদের কে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক না হই, আপনাদের কাছে অনুরোধ করব, আমি ইসলামের অনেক বেশি কিছু জানিনা, এখানে যেই আলেমরা রয়েছেন তারা ইসলাম সম্পর্কে অনেক জ্ঞান রয়েছে, আমার ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন, আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলবো, আপনারা ঘোষ থেকে দূরে থাকবেন, তদবির কোন ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ, এই ঘোষ থেকে আপনাদের দূরে থাকতে হবে, মনে রাখতে হবে, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের কর্মচারী, আপনাদের কর্মচারী থেকে যদি একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন, আমরা সারা বছর, পাঁচ বছর দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব, কিন্তু আপনাদের আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে পাঁচ বছরের অপ শাসনের জন্য, দশ বছরের অপশাসনের জন্য এর দায়ভার আপনাকে নিতে হবে, এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে আগে প্রশ্নবিদ্ধ হব, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হবো, আপনাদের কাছে করজোড় অনুরোধ করব, আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্রি হইয়েন না।
আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথানত কইরেন না, আপনারা কখনো সুদের কাছে মাথা নত কইরেন না, আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স ২৫ বছর ২৭ বছর, এই বয়সের ছেলেরা এখন পর্যন্ত হয়তো পরিবারের হাল ধরেনি, এখনো পর্যন্ত বাসা থেকে ৫০০ টাকা ১০০০ টাকা নিয়ে চলে, এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমরা ভুল করছি, আমরা দেখছি, আমরা শিখছি, আমাদের ভুল হলে আপনারা দেখবেন আমরা সেটা থেকে শিখব, এবং আপনাদের দেখানো পথে বাংলাদেশটাকে এগিয়ে নিব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com