বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ভারী বর্ষণে ডেমরায় ডুবছে সড়ক ও নিম্নাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠানেও জমছে পানি। কালের খবর সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর মাটিরাঙায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা। কালের খবর ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জুলাই যোদ্ধা খাগড়াছড়ির হামিদুল সরকারকে আর্থিক অনুদান। কালের খবর গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে বাঘাইছড়ি প্রেসক্লাবের মানববন্ধন। কালের খবর সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মুরাদনগরে মানববন্ধন। কালের খবর মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ। কালের খবর “চট্টগ্রামে বাগেরহাটবাসীর সরব প্রতিবাদ : ৪ আসনের দাবিতে মানববন্ধন। কালের খবর “
ব্রাহ্মণবাড়ীয়ার সদরে যেতে সংযুক্ত বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার সিএনজি ভাড়া নিয়ে জনসাধারণের ভোগান্তির শেষ নেই

ব্রাহ্মণবাড়ীয়ার সদরে যেতে সংযুক্ত বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার সিএনজি ভাড়া নিয়ে জনসাধারণের ভোগান্তির শেষ নেই

ব্রাহ্মণবাড়ীয়ার সদরে যেতে সংযুক্ত বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার সিএনজি ভাড়া নিয়ে জনসাধারণের ভোগান্তির শেষ নেই

মোঃ কবির হোসেন
ব্রাহ্মণবাড়ীয়া।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়কগুলোতে চলাচলরত সিএনজি চালিত অটোরিকশা যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বছরের পর বছর ধরে চলা এই অনিয়ম নিয়ে স্থানীয় প্রশাসনের নিরব ভূমিকা যাত্রীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।

জেলা সদরের সঙ্গে নবীনগর ও বাঞ্ছারামপুর উপজেলার সংযোগ স্থাপনকারী অন্যতম সড়ক হলো ‘রাধিকা সড়ক’। প্রায় সাড়ে চারশ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৮ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে বর্তমানে সড়কপথে আধা ঘণ্টায় যাতায়াত করা সম্ভব।

কিন্তু যাত্রীদের অভিযোগ, নবীনগর থেকে রাধিকা পর্যন্ত ১৮ কিলোমিটারের জন্য সিএনজিতে জনপ্রতি ১২০ টাকা এবং রাধিকা থেকে জেলা সদর পর্যন্ত আরো ৬ কিলোমিটার পথের জন্য ৩০/৪০ টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে।

অন্যদিকে নবীনগর থেকে বাঞ্ছারামপুর ফেরিঘাট পর্যন্ত ৩৬ কিলোমিটার পথের জন্য সিএনজিতে ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা। ভুক্তভোগী যাত্রী আবুল হোসেন, চন্দন দাস ও লাকী বেগম জানান, কোনো সঠিক নিয়ম ছাড়াই চালকেরা ইচ্ছেমতো ভাড়া আদায় করছে। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলেই এ অনিয়ম চলছে।

সিএনজি চালকরা বলছেন, যাত্রী সংকট ও খালি গাড়ি নিয়ে ফেরার বাধ্যবাধকতার কারণে তারা অতিরিক্ত ভাড়া নিতে বাধ্য হচ্ছেন। চালক আলীম মিয়া বলেন, জেলা সদর বা ফেরিঘাট থেকে ফিরে আসার পথে যাত্রী না পাওয়ায় আমরা ক্ষতিপূরণ হিসেবেই বেশি ভাড়া নেই।

নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী জানান, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই ভাড়া কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছি। গণশুনানী ও সভার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি দীর্ঘদিনের সমস্যা। আমরা দ্রুত কঠোর ব্যবস্থা নেব।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম জানান, আমি নিজে রাধিকা সড়ক পরিদর্শন করেছি। ভাড়া কমানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com