সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
কালের খবর প্রতিবেদন
বাংলাভিশন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েসকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসীদের সংগঠন পাবনা সমিতি ইউএসএ ইনক্। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়।
নিউইয়র্কে স্থানীয় সময় রোববার বিকালে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি মো. শফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম মনির ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মনিরুল ইসলাম সাংবাদিক ইমরুল কায়েসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে নিউইয়র্কে বসবাসরত পাবনার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মোহাম্মদ কাশেম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সদস্য মো. কল্লোল, বৃহত্তর কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি শাহাদাত হোসেন রাজু, ঢাকা সমিতি নিউইয়র্ক ইনকের নেতা আক্তার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন।
পাবনা সমিতি ইউএসএ ইনকের সভাপতি শফিকুল ইসলাম নান্নু বলেন, গণমাধ্যম ব্যক্তিত্ব ইমরুল কায়েস কূটনৈতিক সংবাদ পরিবেশনের পাশাপাশি দীর্ঘদিন প্রবাসীদের নিয়ে কাজ করছেন। তাকে সম্মাননা দিতে পেরে নিউইয়র্কে বসবাসরত পাবনাবাসী গর্বিত।
সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির বলেন, ইমরুল কায়েস বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভুমিকা রাখছেন। প্রবাসী বান্ধব সাংবাদিক হিসেবে পরিচিত ইমরুল কায়েসকে সম্মানিত করতে পেরে আমাদের সংগঠনের সবাই খুশি।
সংগঠনের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম তার বক্তব্যে ইমরুল কায়েসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, ইমরুল কায়েস ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাভার করার জন্য যুক্তরাষ্ট্রে আগমন করেন। মার্কিন নির্বাচন, ফলাফল, নির্বাচনে বাংলাদেশি প্রবাসীদের ওপর প্রভাবসহ একাধিক রিপোর্ট করেন তিনি।
সাংবাদিকতা এবং লেখালেখির জন্য ইমরুল কায়েস এর আগে চায়না মিডিয়া গ্রুপ-সিএমজি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ, চীনা দূতাবাস সম্মাননা পদক ও পুরস্কার লাভ করেছেন।
ইমরুল কায়েস বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় ২০০৪ সালে বহুল প্রচলিত ইংরেজি দৈনিক দ্য নিউনেশনে শিক্ষানবিশ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে মাস্টার্সের পাশাপাশি চীনের রেনমিন ইউনিভার্সিটি অব চায়না থেকে চাইনিজ মিডিয়ার ওপর বিশেষ কোর্স সম্পন্ন করেছেন তিনি।
এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ থেকে প্রফেশনাল সার্টিফিকেট কোর্সসহ ইউএসএইড, ইউকেএইড, তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি, ম্যানেজমেন্ট এন্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট-এমআরডিআই, ইন্টারনিউজ, বিশ্বখাদ্য সংস্থা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট-পিআইবি ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত নানা কর্মশালা সম্পন্ন করেছেন।
ইমরুল কায়েস বিশ্ব জলবায়ু সম্মেলন কপ২১ (প্যারিস), কপ২৬ (গ্লাসগো) কপ২৮ (দুবাই), ওয়াল জার্নালিস্ট কনফারেন্স (সিউল) সহ বহু আন্তর্জাতিক ইভেন্ট কাভার করেছেন। পেশাগত দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, বেলজিয়াম, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, চীন, থাইল্যান্ড, ভারত ও পাকিস্তান ভ্রমণ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি লেখালেখিও করেন। এ যাবৎ তাঁর ১০টি বই প্রকাশিত হয়েছে। ইমরুল কায়েস কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) এর সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেসক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ), ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি), সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএএজেএফ) সহ বেশকিছু সাংবাদিক সংগঠনের সদস্য।