বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালিত। কালের খবর হিন্দু শিক্ষককে দেয়া হল জানাজা! কালের খবর পররাষ্ট্র নীতি : চিরবন্ধু চিরশত্রু রাস্ট্র বলে কিছু নেই। কালের খবর মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত। কালের খবর মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কালের খবর দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪ ও আহত ২০-২২জন। কালের খবর তথ্যসন্ত্রাস নিয়ে যে সতর্কবার্তা দিলেন জাতীয় মসজিদের খতিব। কালের খবর ঈশ্বরগঞ্জে চুরির ঘটনায় হামলা ভাংচুর লুটপাট। কালের খবর শান্তি ,বড়ই প্রশান্তিময় একটি শব্দ। কালের‌ খবর। ডেমরায় বুলডোজার দিয়ে ৫ লাখ টাকার মালামালসহ মালিকানা মার্কেটের দোকান গুড়িয়ে দিলো সওজের অর্থ লোভী কর্মকর্তা। কালের খবর
মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত। কালের খবর

মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস পালিত। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া : 

‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে শপথ পাঠ, র‍্যালী, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (০১ নভেম্বর) সকাল ১০ টার দিকে বর্ণাঢ্য র‍্যালী শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশ্রাফ উদ্দিন আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োহিত অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমান উল্লাহ খাঁন, মাটিরাঙ্গা উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রুবাইয়াত তানিম, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি জয়নাল ও তবলছড়ি আদর্শগ্রাম যুব সমিতির সভাপতি মনির হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

যুব প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের বেশ সুযোগ রয়েছে জানিয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলেন, বর্তমান দেশে প্রশিক্ষিত যুবদেরকে জামানতবিহীন যুবঋণ দিয়ে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। যুবদের কর্মমুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে। যুব ঋণ যথাযথ ব্যাবহারের পরামর্শ দেন
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম।

অনুষ্ঠান শেষে প্রশিক্ষিত যুবদের মাঝে সনদপত্র ও যুব ঋণ তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলমসহ অতিথিরা।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন যুব ক্লাবের সদস্য, উদ্যেক্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com