সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : জামায়েত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন, বিগত ১৫ বছর স্বৈরাচার আওয়ামী লীগ যুবকদেরকে অপব্যবহার করেছে। তাদের দিয়ে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এমনকি হত্যাকাণ্ড ঘটিয়ে নিজেদের ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার অপচেষ্টায় লিপ্ত থেকেছে। মাদক ইয়াবার মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গ সংগঠনের প্রেতাত্বারা। কিন্তু আমরা উত্তম চরিত্র গঠনের মধ্যে দিয়ে যুবসমাজকে যুবশক্তিতে পরিণত করে নতুন বাংলাদেশ বিনির্মাণের হাতিয়ারে রূপান্তরিত করতে চাই।
তিনি গতকাল শুক্রবার জামায়াত ইসলামী যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য রাখছিলেন। স্থানীয় এল কে সিদ্দিকি স্কয়ারে বিকাল ৩ টায় অনুষ্ঠিত সম্মেলনে হাজার হাজার যুবকের উপস্থিতি নজর কাড়ে সীতাকুণ্ডবাসীর।
উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী। যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চানলায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সমাজসেবা সম্পাদক মাস্টার নূরু ছালাম, আইন সম্পাদক জসিম উদ্দিন আজাদ, সীতাকুণ্ড উপজেলার আমীর মিজানুর রহমান, সীতাকুণ্ড উপজেলার সাবেক আমীর তৌহিদুল হক চৌধুরী, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার অর্থ ও মিড়িয়া সম্পাদক এড. ছিবগাতুল্লাহ খালেদ।
এতে আরও বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সমাজসেবা সম্পাদক আবু তাহের, সীতাকুণ্ড উপজেলার সেক্রেটারি রাশেদুজ্জামান মজুমদার, এসিস্ট্যান্ট সেক্রেটারী এড. আশরাফুর রহমান, অফিস সম্পাদক আবু হাফস মো: নকীব, শিল্প ও বানিজ্য সম্পাদক শামছুল হুদা, যুবাইদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নূরুল কবির, এপিপি হোসাইন মোহাম্মদ আশ্রাফ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র শিবিরের সভাপতি সাজিদ চৌধুরী, সাবেক সভাপতি নুর মোহাম্মদ, ইকবাল হোসাইন, জামায়াতে ইসলামীর পৌরসভা আমীর হাফেজ আলী আকবর, ৪নং মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদ উল্লাহ, ৮নং সোনাইছড়ি ইউনিয়ন আমীর নুর ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন, যুব বিভাগ সীতাকুণ্ড উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।