রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০২ অপরাহ্ন
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি, কালের খবর :
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সহ সভাপতি ও কুমিল্লা ৩ মুরাদনগর আসনের সাবেক এমপি জাহাঙ্গীর আলম সরকারের নাতি আল আমিন সরকারকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন কোতয়ালী মডেল থানা বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।
গ্রেফতার কৃত আল আমিন সরকার কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বি-চাপিতলা গ্রামের জুয়েল সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন এবং কুমিল্লা ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাঙ্গীর আলম সরকারের নাতি।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আল আমিনের নগরীর ঝাউতলা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালি থানার পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় তাকে নগরীর ঝাউতলা এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে তাকে আমরা আটক করেছি। তার বিরুদ্ধে ৫ আগস্টের আগের দুটি মামলা রয়েছে। বুধবার দুপুরের আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।