সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি, কালের খবর : ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখার সময় এক ব্যাক্তিকে দেখা যায় ১কেজি আলু ১ মুহি ১কেজি পেপে কিনে বেগের মধ্যে রাখেন, কিন্তু টাকা দেবার সময় দেখা যায় বেগ থেকে টমেটো ফিরে দেন, ও বাকি সবজির দাম দেন। কাছে গিয়ে জিজ্ঞেস করলে তিনি জানান সবজির যে দাম চাহিদা মত নেওয়া যায় না,দামের তুলোনায় পকেটে টাকা কম তাই কিছু সবজি ফিরিয়ে দেই, আমরা গরীব মানুষ অল্প আয় থেকে ব্যায় বেশি এত টাকা দিয়া সবজি কিনমু কেমনে। বর্তমানে টিকে থাকাই মুশকিল।’গত কয়েক সপ্তাহ ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। শীতের শুরুতে ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার বাজার গুলিতে সবজির দাম চড়া । মুরগি ও মাছের দামেও নেই স্বস্তি। বিক্রেতারা বলছেন, উৎপাদন এলাকায়ও সবজির দাম চড়া।
শুক্রবার বার (১৮ই অক্টোবর) ফুলপুর পৌর এলাকার কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
পেপে বাদে বেশিরভাগ সবজি কেজিতে বিক্রি হচ্ছে ৬০টাকার বেশি আর টমেটো ডবল সেঞ্চুরি।
এরমধ্যে রয়েছে বরবটি ৮০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন১২০টাকা , শিম ১৮০ টাকা, ঝিঙা ৮০ টাকা , চিচিঙা ৮০টাকা ও পটল ৮০টাকা, ঢেরস ১০০ টাকা,জলপাই ৮০টাকা তেতুল ৮০ টাকা মুলা ৬০ টাকা,আলু ৬৫ টাকা,মুহি ৭০ টাকা, শশা ৬০ পেপে ৩৫ থেকে ৪৫ টাকা কাচামরিচ ৪০০ টাকা । এসব সবজির দামকোনোভাবেই নামছেই না বিপাকে মধ্যবৃত্ত ও নিম্ন আয়ের মানুষ। শীতের শুরুতে সবজি বাজারে আসা শুরু করলে ও দাম কমছে না।