শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯৭ জন মৎস্য চাষিদের মাঝে ৪৪৪ কেজি রুইজাতীয় মাছের পোনা বিতরণ। কালের খবর জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর উত্তর এর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন। কালের খবর ঈশ্বরগঞ্জে নির্মাণের আগেই রাস্তা ধ্বসে পুকুরে। কালের খবর খাগড়াছড়িতে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর কুষ্টিয়ায় শুরু হচ্ছে তিন দিনের লালন মেলা। কালের খবর তারেক রহমানের নির্দেশে ডেমরায় ডেঙ্গু সতর্কতায় লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। কালের খবর বিদেশে আমাদের বন্ধু থাকবে কিন্তু কোনো প্রভু মেনে নেব না : জামাতের আমির। কালের খবর এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণের দাবীতে সহকারী শিক্ষক সমিতি এক দফা কর্মসূচিতে মিছিল। কালের খবর নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৬-। কালের খবর সর্বত্র তার ‘অশুভ’ হাত, দুর্নীতি-লুটপাটের বরপুত্র দুর্জয়। কালের খবর
খাগড়াছড়িতে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

খাগড়াছড়িতে দৈনিক কালবেলা’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি : মোঃ নিজাম উদ্দিন/মুজিবুর রহমান ভূঁইয়া। দৈনিক কালের খবর :

দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে পাঠক নন্দিত পত্রিকা দৈনিক কালবেলা’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাটিরাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি জসীম উদ্দিন জয়নাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক কালবেলা’র খাগড়াছড়ি প্রতিনিধি মুজিবুর রহমান ভুইয়া।

মাটিরাঙা প্রতিনিধি মো. আবুল হাসেম’র সঞ্চালনায় অনুষ্ঠানে নন্দিত দৈনিক কালবেলার সাফল্য ও অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মো. আল আমিন হালদার, সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ, মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, নাগরিক নিরাপত্তা কমিটির আহবায়ক মো. নুরুল আলম ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মো. আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, নতুন বাংলাদেশে সাহসী সাংবাদিকতার পথ দেখিয়ে যাচ্ছে কালবেলা। এ পথ ধরেই নতুন বাংলাদেশ এগিয়ে যাবে। স্বল্প সময়ে পাঠক প্রিয়তার শীর্ষে যাওয়া কালবেলা সবধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবিচল থাকবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি।

পরে আগে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তিনি। এর আগে দৈনিক কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল শেষে মোনাজাত করে মাটিরাঙা কেন্দ্রীয় জামে মসজিদের খতীব হাফেজ মাও. হারুনুর রশীদ।

এসময় মাটিরাঙা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, দৈনিক কালবেলা’র রামগড় প্রতিনিধি করিম শাহ, দীঘিনালা প্রতিনিধি সোহেল রানা ছাড়াও রাজনৈতিক-ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com