সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন
জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, কালের খবর :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
শুক্রবার (১১ অক্টোবর) রাতে মাটিরাঙার বেলছড়ি, বড়নাল, তবলছড়ি ও তাইন্দং ইউনিয়নের বিভিন্ন দুর্গাপুজা মন্ড পরিদর্শন করে।
পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় ও সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে প্রতিটি পূজামণ্ডপে প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা জানিয়ে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেন, সম্প্রীতি রক্ষায় আমরা সর্বদা সোচ্চার, দেশের মানুষ স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করবে।
ইউএনও বলেন, আমরা আশা করি আপনাদের এই আনন্দ-উৎসব সুন্দরভাবে পালন করবেন। আমরা আপনাদের পাশে আছি, যাতে আপনাদের দুর্গা উৎসব পালনে কোন সমস্যা না হয় আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের নিরাপত্তায় সবসময়ই আপনাদের পাশে থাকবে।