মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২৩ পূর্বাহ্ন
খাগড়াছড়ি প্রতিনিধি, কালের খবর :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়েছে বসত বাড়ি। বুধবার (২ অক্টোবর) দিনগত গভীর রাতে মাটিরাঙা উপজেলার সীমান্তবর্তী তাইন্দংয়ের দক্ষিন আচালং এলাকায় মো. খোরশেদ আলম (৪০) এর বসত ঘরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পিতবার (৩ অক্টোবর) অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলমের নেতৃত্বে মাটিরাঙা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে বিএনপি নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারের খোজ খবর নেন। তারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পুনর্বাসনের আশ্বাস দেন। এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান। এসময় ক্ষতিগুস্থ মো. খোরশেদ আলমকে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতে আরো সহযোগিতার আশ্বাস দেন।
এসময় মাটিরাঙা উপজেলা বিএনপির সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বিএনপি নেতা জামাল উদ্দিন জালাল, তাইন্দং ইউনিয়ন বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম ও তাইন্দং ইউনিয়ন বিএনপি সাধরণ সম্পাদক আমির হোসেন প্রমুখ।
মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন, পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করতে আওয়ামীগের নেতাকর্মীরাই সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে এমন কাজ করেছে। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য
ওয়াদুদ ভুইয়ার নির্দেশে আমরা ক্ষতিগ্রস্থ খোরশেদ আলমের পাশে দাড়িয়েছি।
মাটিরাঙা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বদিউল আলম বলেন, পাহাড়ের সাম্প্রতিক ঘটনাকে উস্কে দিয়ে পাহাড়ী-বাঙালি সংঘাত সৃষ্টির লক্ষ্যেই আওয়ামীলীগের সন্ত্রাসীরা এঘটনা ঘটিয়েছে। মাটিরাঙায় ২০১৩ সালের মতো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্ঠার সফল হবেনা বলেও জানান তিনি।