সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন : আহত ২০। কালের খবর

মাদারীপুরে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জেরে অর্ধশত ঘর-বাড়ী ভাংচুর, ১০ ঘরে আগুন : আহত ২০। কালের খবর

সাদমান শফিক ,মাদারীপুর প্রতিনিধি, কালের খবর :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়ার জের ধরে মাদারীপুরে একটি গ্রামের অন্তত ৫০টি ঘর-বাড়ী ভাংচুর করেছে আওয়ামীলীগের নেতা-কর্মীরা। এঘটনায় ১০টি ঘরে আগুনও দেয়া হয়। দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। রবিবার (২২ সেপ্টেম্বর) ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত এঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনা¯’ল পরিদর্শণ করেছে।
ক্ষতিগ্র¯’ পরিবার ও এলাকাবাসী জানান, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাদারীপুর সরকারী কলেজের শিক্ষার্থী সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের চর ব্রা²ন্দী গ্রামের ফরহাদ সর্দার অংশ নেয়। এতে ওই এলাকার আওয়ামীলীগের তৃণমূল নেতা-কর্মীরা তাকে ভয়-ভীতি দেখায়। পরে সে কয়েকদিন আগে বাড়ী থেকে অন্যত্র চলে যায়। এঘটনার জেরেই চর ব্রা²ন্দী গ্রামের তৈয়ব হাওলাদার, বাবু হাওলাদার, মাসুদ হাওলাদারসহ অর্ধশত লোকজন নিয়ে রবিবার ভোরে ফরহদা সর্দারের বাড়ীতে আগুন দেয়।
এতে মুর্হুতের মধ্যেই পুরো ঘর পুড়ে যায়। পরে একে একে ওই এলাকার কাওছার সর্দার, নতু বেপারী, নেছার সর্দার, লতিফ বেপারী, মরিয়ম বিবি, হেলাল সর্দার, হালিম সর্দারের ঘরসহ ছোট-বড় মিলে ১০টি ঘরে আগুন দেয়া হয়। এসময় বিক্ষুদ্ধরা একই এলাকার অলিল খান, বিতান সর্দার, বক্কর সর্দার, মুজাম সর্দার, আক্তার শিকদার, আকবার শিকদার, এয়ার শিকদার, নাহিদ খান, হানিফ সর্দার, কুতুব আকন, হামেদ আকন, মালেক আকন, বেলাল খানের ঘরসহ অর্ধশত ঘরে ব্যাপক ভাংচুর চালায়। এতে ঘরের আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালঙ্গার, মোটরসাইকেলসহ প্রয়োজনীয় জিনিসপত্র ভাংচুর চালানো হয়। এতে উভরপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর ও কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় সদর থানা পুলিশ দুপুরে ঘটনা¯’ল পরিদর্শণ করেছে।
এব্যাপারে ভূক্তভোগি মাকেল আকন বলেন, ‘আমরা বিএনপি ঘরোনার রাজনীতি করি বিধায় আমাদের উপর আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী আক্রমন করে বাড়ী-ঘর ভেঙ্গে শেষ করে দিয়েছে। পুলিশকে বার বার ফোন করেও পাইনি। সারাদেশ স্বাধীন হলেও আমরা এখনো আওয়ামীলীগের সন্ত্রাসীদের হাতে জিম্মি। এদের বিচার করা হোক।’
এব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, ‘বাড়ী-ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনা¯’ল পরিদর্শণ করেছে। বর্তমানে পরি¯ি’তি শান্ত আছে। ক্ষতিগ্র¯’রা অভিযোগ দিলে ব্যব¯’া নেয়া হবে। বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও জানেন।’
তবে ঘটনার পরে এলাকা থেকে গা-ঢাকা দিয়েছে অভিযুক্তরা। তাদের বাড়ীতে গিয়েও পাওয়া যায়নি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com