সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন
সাদমান শফিক ,মাদারীপুর, কালের খবর :
মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ইয়াছমিন আক্তার বলেছেন, এই দেশটি প্রতিটি মানুষের । বর্তমানে প্রশাসন জন সম্পৃক্তহীন হয়ে পড়েছে। প্রশাসনকে জনগনের দৌড়গড়ায় নিয়ে যেতে হলে জনসম্পৃক্ততা বাড়াতে হবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনবান্ধব হিসেবে গড়ে তোলা এবং কিশোর গ্যাং, মাদকমুক্ত, বালু উত্তোলন বন্ধের কাজ করতে হবে।
কাজ করতে হবে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মত বিনিময সভায় জেলা প্রশাসক এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুসরাত আজমেরী হক, অতিরিক্ত জেলা প্রশাসক ছোটন চন্দ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানিয়া ফেরদৌস সহ গণমাধ্যম কর্মী গণ উপস্থিত ছিলেন।
গণমাধ্যম কর্মীগণ মাদারীপুর জেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং সমস্যার সমাধান করার জন্য অনুরোধ করেন । জেলা প্রশাসক পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান করার আশ্বাস প্রদান করেন। মাদারীপুর জেলার বিভিন্ন নদীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু কাটা, কিশোর গ্যাং এর দৌড়াত্ব বন্ধসহ, মাদক এবং চাঁদাবাজির সহ অন্যান্য অপরাধ নির্মূল করার আহবান জানান। নবাগত জেলা প্রশাসক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।