বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৮ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন, চট্রগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : মিরসরাইয়ের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে শহীদ পারভেজ স্মৃতি পাঠাগার ও সামাজিক সংগঠন লৌকিব ফাউন্ডেশন। সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর, গেল পৌরসভা নির্বাচনে পৌর মেয়র প্রার্থী মাওলানা তাওহীদুল হক চৌধুরীর নেতৃত্বে সংগঠন দুটি বন্যা কবলিত মানুষের জন্য এ কর্মসূচী পালন করে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে মিরসরাই উপজেলার কয়েকটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে রান্না করা খাবার ও নিরাপদ পানি নিয়ে ছুটে যান শহীদ পারভেজ স্মৃতি পাঠাগার ও সামাজিক সংগঠন লৌকিব ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় তারা বন্যা কবলিত মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামন সুন্দর, ইছাখালী ইউনিয়নের আবুর হাট, জোরালগঞ্জ ইউনিয়নের জোড়ালগঞ্জ গ্রামে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র প্রার্থী মাওলানা মোঃ তাওহীদুল হক চৌধুরী। একইসাথে তিনি বন্যা কবলিত মানুষের খোঁজখবর নেন। তাদের ভালো-মন্দ জানতে চান।
এর আগে শহীদ পারভেজ স্মৃতি পাঠাগার ও সামাজিক সংগঠন লৌকিব ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য খাবার বিতরণের কর্মসূচী হাতে নেন তাওহীদুল হক চৌধুরী। তার তত্ত্ববধায়নে দিনভর চলে রান্না ও প্যাকিং। পরে ট্রাক যোগে একদল স্বেচ্ছাসেবক খাবার নিয়ে ছুটেন মিরসরাই উপজেলার দুর্গম এলাকাগুলোর উদ্দেশ্য।
এ বিষয়ে মাওলানা তাওহীদুল হক চৌধুরী বলেন, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই কর্তব্য। আমরা যেন সাধ্যমতো এই সময় তাদের পাশে থাকি। কেননা যারা বন্যা কবলিত হয়েছে কেবল তারাই জানে কতোটা কষ্ট, দূর্ভোগ তারা সইছে। তাদের অনেকের সোনার সংসার পানিতে ভেসে গেছে। আমাদের এ হাদিয়া কিছুই না। তারা আমাদের ভাই-বোন। তাদের দেখাশোনার দায়িত্বও আমাদের।