মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৫:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুই জেলায় চাঞ্চল্যকর হত্যা বস্তাবন্দী লাশ ও ছেলে হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেফতার করেছে র‌্যাব-১০। কালের খবর জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরাও সহযোদ্ধা। কালের খবর বাঘাইছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ। কালের খবর পানছড়ি সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ। কালের খবর যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ও আ. লীগ নেতা আল আমিন গ্রেপ্তার। কালের খবর ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরাম এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালের খবর ভারী বর্ষণে ডেমরায় ডুবছে সড়ক ও নিম্নাঞ্চল, শিক্ষা প্রতিষ্ঠানেও জমছে পানি। কালের খবর সাংবাদিক নির্যাতনে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের জেল! কালের খবর মাটিরাঙ্গায় সেনা অভিযানে ৯ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ। কালের খবর মা‌টিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন। কালের খবর
তাড়াশের চলনবিলে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। কালের খবর

তাড়াশের চলনবিলে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা। কালের খবর

 

মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : তাড়াশে অপরূপ সৌন্দ্যর্যের লীলাভূমি চলনবিল। বর্ষায় মনোমুগ্ধকর সেই বিলের রূপে যেন নতুন মাত্রা যোগ করেছে পাটের আঁশ ছড়ানোর দৃশ্য। পাটকে বলা হয় সোনালী আঁশ। এই আঁশ ছাড়ানোর জন্য পাটগাছ প্রায় ৮-১৪ দিন স্থির বা ধীর গতির পানিতে ডুবিয়ে রাখতে হয়। তারপর পাটকাঠি থেকে আঁশ আলাদা করা হয়। এই পুরো প্রক্রিয়াকে জাগ দেওয়া বলে। এবার বৃষ্টি কম হওয়ায় বিভিন্ন জেলায় পাট জাগ দিতে চাষিরা ভোগান্তি পোহালেও তাড়াশের চলনবিলের হাটি কুমরুল বিশ্ব রোডের ৬নং ব্রিজ ৭নং ব্রিজ ৮নং ও ৯নং ব্রিজ পয়েন্টে ছারাও চলন বিলের বিভিন্ন জায়গায় কাটা পাট জাগ ও ধোওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

চলনবিলে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা তাড়াশের চলনবিলের বিভিন্ন পয়েন্টে কাটা পাট জাগ দেওয়া ও ধোওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।

তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নের মহেশরৌহালীর মাঠে সহ বিভিন্ন এলাকার জমি থেকে পাট কেটে নিয় যানবাহনে করে চলনবিলে এলাকায় নিয়ে আসছেন চাষীরা।

চাষিরা জানান, তাড়াশে বিভিন্ন এলাকায় এ বছর পাটের খুব ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ করে পাট হচ্ছে।

চাষিরা জানান, তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় এ বছর পাটের খুব ভালো ফলন হয়েছে। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ করে পাট হচ্ছে।

চলনবিলের তাড়াশ এলাকায় এনে পাট জাগ দিচ্ছেন চাষি ও শ্রমিকরা। দুই সপ্তাহ আগে যাদের জাগ দেওয়া ছিল, তারা এখন পাটের আঁশ ছড়াচ্ছেন।

চলনবিলের তাড়াশ এলাকায় এনে পাট জাগ দিচ্ছেন চাষি ও শ্রমিকরা। দুই সপ্তাহ আগে যাদের জাগ দেওয়া ছিল, তারা এখন পাটের আঁশ ছড়াচ্ছেন।

পাট কাটা, জাগ দেওয়া ও ধোওয়ার কাজে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এ এলাকায়। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকায় এ কাজ করছেন অন্য কৃষকেরা।

পাট কাটা, জাগ দেওয়া ও ধোওয়ার কাজে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে এ এলাকায়। প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকায় এ কাজ করছেন অন্য কৃষকেরা।

পাট কাটা, জাগ দেওয়া ও ধোয়ার কাজ খুব পরিশ্রমের। একটু এলার্জি সমস্যা থাকলেই কাজ করতে করতে চুলকানি শুরু হয়। তাই এ কাজের জন্য এলার্জির ঔষধ খেয়ে নিতে হয় বলে জানান শ্রমিকেরা।

পাট কাটা, জাগ দেওয়া ও ধোয়ার কাজ খুব পরিশ্রমের। একটু এলার্জি সমস্যা থাকলেই কাজ করতে করতে চুলকানি শুরু হয়। তাই এ কাজের জন্য এলার্জির ঔষধ খেয়ে নিতে হয় বলে জানান শ্রমিকেরা।

এখন পাটের বাজারও ভালো, মণ বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। বিঘায় ১৫ থেকে ১৮ হাজার টাকা আয় হবে, এমন আশায় শত কষ্টের পর সোনালী আঁশ হাতে পেয়ে হাসি ফোটে চাষির মুখে।

এখন পাটের বাজারও ভালো, মণ বিক্রি হচ্ছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকায়। বিঘায় ১৫ থেকে ১৮ হাজার টাকা আয় হবে, এমন আশায় শত কষ্টের পর সোনালী আঁশ হাতে পেয়ে হাসি ফোটে চাষির মুখে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com