সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর
মোটা অংকের টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার হুমকি, ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ ভুক্তভোগীর। কালের খবর

মোটা অংকের টাকা চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীকে হত্যার হুমকি, ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ ভুক্তভোগীর। কালের খবর

 

বিশেষ প্রতিনিধি, কালের খবর :

বন্দর নগরী চট্টগ্রামের  চিহ্নিত সন্ত্রাসী  মোঃ জামাল উদ্দিন সহ তার অনুসারিরা সমাজ সেবক ও ব্যবসায়ী রোটারিয়ান মোহাম্মদ জাবেদ এর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। চট্টগ্রামে মাননীয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাবেদ তার উপর ঘটে যাওয়া নির্মম সন্ত্রাসী হামলার বিষয়ে লিখিত অভিযোগ নং ২৩৬ এ বিষয় গুলো উল্লেখ করেন। ব্যবসায়ী জাবেদ ঘটনার বিবরণে জানান বিগত  ১৮ জুলাই ২০২৪ ইং তারিখে সন্ধ্যা ৭ টার দিকে ঘটনাটি ঘটেছে । এসময় সন্ত্রাসী জামাল উদ্দিন ও তার অনুসারীরা   রোটারিয়ান জাবেদ এর ব্যবসা প্রতিষ্ঠান তামিম ট্রেডার্স এবং সফটটাস কমিউনিকেশন এ প্রবেশ করে ব্যবসায়ী জাবেদ এর কাছ থেকে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে তার ব্যবসায়িক প্রয়োজনে রাখা নগদ ৩ লক্ষ টাকা অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় এবং ধস্তাধস্তির একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করেন সন্ত্রাসী দল। এই বিষয়ে কোন ধরনের বাড়াবাড়ি করলে ব্যবসায়ী জাবেদ সহ তার পুরো পরিবারকে হত্যার হুমকি দেয় সন্ত্রাসীরা। বিষয়টি নিয়ে সম্পূর্ণ উদ্বিগ্ন ও চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ব্যবসায়ী জাবেদ ও তার পরিবার। সন্ত্রাসীরা ইতি পূর্বেও সমাজ সেবক রোটারিয়ান জাবেদ এর কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের অজুহাত দফায় দফায় বেশ কয়েক বার লক্ষ লক্ষ টাকা নীরবে চাঁদাবাজি করেছে বলে তিনি তার বকতব্যে উল্লেখ করেছেন। তিনি প্রাণ ভয়ে মুখ খুলেনি এবং কোন প্রকার আইনি ব্যবস্থা নিতেও সাহস করেননি। জাবেদ এর ব্যবসা  প্রতিষ্ঠান চট্টগ্রাম নগরীর নজির আহমেদ চৌধূরী রোডস্থ কাটাপাহাড়ের মুখে অবস্থিত। দীর্ঘদিন যাবত তিনি সুনামের সাথে সামাজিক কর্মকান্ডের পাশাপাশি নিজস্ব ব্যবসা পরিচালনা করে আসছেন। তার ব্যবসায়িক উন্নতির পথে প্রধান অন্তরায় ও দেয়াল হয়ে দাঁড়িয়ে গেছে চাঁদাবাজ সিন্ডিকেট প্রধান  এই সন্ত্রাসী সহ তার কতিপয় সদস্যরা । বিভিন্ন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় রাজনীতির অন্তরালে নগর জুড়ে ছড়িয়ে পড়েছে এই সব অপরাধী সন্ত্রাসী চক্রের সিন্ডিকেট।   সম্প্রতি কোটা আন্দোলনের ইস্যু যখন চরম পর্যায়ে পৌঁছে যায় ঠিক তখনি সন্ত্রাসী গোষ্ঠী   ঐ সুযোগ কে কাজে লাগিয়ে  তার ব্যবসা প্রতিষ্ঠান এর অফিসে এসে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে বসে এবং ৩ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে  থানায় গিয়েও জাতীয় ইস্যু কোটা আন্দোলন এর কারনে প্রশাসনিক কাজের ব্যস্ততায় থানা মামলা নিতে অস্বীকার করেন বলে রোটারিয়ান জাবেদ তার মৌখিক অভিযোগে জানায়।সাম্প্রতিক সময়ের চলমান সহিংসতা, আন্দোলন এবং সরকারের পক্ষ হতে জারি করা কারফিউ এবং সরকারি অফিস-আদালত বন্ধ থাকার ঘোষণায় বিষয়টি নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ায় কাল বিলম্ব হয়েছে বলে জানিয়েছে। সামাজিক ভাবে জাবেদ একজন ব্যবসায়ী এবং স্বীকৃতি প্রাপ্ত সমাজ সেবক। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল রোগি কল্যান সমিতি, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রোগী কল্যাণ সমিতি, মুসলিম এডুকেশন সোসাইটি , কদম মোবারক মুসলিম এতিম খানা, চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন,  চট্টগ্রাম রোটারি সেন্টার, ইসলামাবাদ টাউন  কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটি, চট্টগ্রাম সমবায় উন্নয়ন ব্যাংক সহ  ইত্যাদি সামাজিক কল্যাণমুখী সংস্থা ও বিভিন্ন মানবিক কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন এবং পারিবারিক নিরাপত্তার জন্য

আইনি সহয়তা চেয়ে ভবিষ্যতে মামলার উদ্দেশ্যে  মাননীয় আদালত কে সম্পূর্ণ বিষয়টি লিখিত ভাবে অবগত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেয়ার এবং তিনি ও তার পরিবারের আইনগত নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com