মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও টিসি নিতে টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কালের খবর

নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও টিসি নিতে টাকা নেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। কালের খবর

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে বিপ্লব নিয়োগী তন্ময়,  কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভর্তি হতে ২৫০টাকা ও টিসি নিতে ২শ টাকা করে নেন বলে অভিযোগ পাওয়া। গেছে নবীনগর পৌর এলাকার করিমশহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বিরুদ্ধে।

এ বিষয়ে প্রতিকার চেয়ে, নবীনগর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে লিখিত দুটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগি শিক্ষার্থীদের অভিবাবকরা। অভিযোগকারি নিপা আক্তার ,রাবেয়া খাতুন সহ অভিবাবকরা জানান, ২০২৪
সালে করিমশাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধভাবে আমাদের ছেলে। মেয়েদের ভর্তি করতে ২৫০ টাকা ও ৫ম শ্রেণীর টিসি ফি বাবদ ২শ টাকা করে আদায় করেছে প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া। এছাড়াও স্কুল চলাকালিন সময় আমাদের ছেলে মেয়েদের দিয়ে স্কুলের টয়লেট-ওয়াশরোম পরিস্কার করা সহ-প্রধান শিক্ষিকার টিফিনবক্স -থালা পরিস্কার করাতে বাধ্য করেন তিনি। আমরা
এই বিষয়ে প্রতিবাদ করলে ছেলে-মেয়েদের অন্যস্কুলে ভর্তি করাতে বলেন,প্রধান শিক্ষক। এছাড়াও স্কুল ফাঁকি দিয়ে অনেকদিন অনুপস্থিত থাকতে, দেখা যায় ওই প্রধান শিক্ষিকাকে। বিষয়টির তদন্তপূর্বক ব্যবস্থা নিতে, ইউএনও স্যার ও শিক্ষা অফিসারে স্যারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছি আমরা।
অভিযুক্ত প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া বলেন, টাকা নিয়েছি স্কুলের উন্নয়নের জন্য স্কুলের বিভিন্ন কাজে এ টাকা ব্যবহার করে থাকি।

এ বিষয়ে উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মো: জাহাঙ্গীর আলম বুলবুল সরকার জানান, নবীনগর করিমশাহ সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার তানভির ফরহাদ শামিম জনান, অভিযোগের খোজখবর নিয়ে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com