শনিবার, ১১ মে ২০২৪, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কুতুবপুর ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রয়াত বাবার দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর
শিবগঞ্জে অসহায় এক মহিলার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদার দাবি। কালের খবর

শিবগঞ্জে অসহায় এক মহিলার কাছে ১ লক্ষ্য টাকা চাঁদার দাবি। কালের খবর

 

মোহাঃ মাইনুল ইসলাম লাল্টু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, কালের খবর : 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩ নং দাইপুখুরিয়া ইউনিয়নের, ৯ নং ওয়ার্ডের গরীব অসহায় , মোসাঃ মনোয়ারা বেগম ৩২, তিনি দুই সন্তানের জননী, তাহাকে ডিভোর্স দিয়ে অন্য এক জায়গায় সংসার বাঁধেন তাঁর স্বামী , মোনুয়ারা তার দুই সন্তান নিয়ে কষ্টের মধ্যে বসবাস করেন,তাহার বাবার বাড়িতে এক পর্যায়ে তিনি দুই সন্তান নিয়ে ঢাকায় চলে যান এবং মানুষের বাড়িতে জিইয়ের কাজ করে তিলে তিলে কষ্টের উপার্জনের টাকা জমা করেন। ঐ কষ্টের উপার্জিত জমানো টাকা দিয়ে একই ওয়ার্ডের বাসিন্দা,মৃত্যু মোঃ নেফাউর রহমানের ছেলে মোঃ কেতাব উদ্দিন এর কাছ থেকে ০,০ ৩৩০ পয়েন্ট অর্থাৎ ২ কাঠা জমি ক্রয় করেন ২২/১১/২০২০ইং তারিখ। তাহার দলিল ক্রমিক নম্বর, ১৩২২৬,
দলিল নঃ ১৩১০১ দাগ নঃ৪৭৪
খতিয়ান নঃ ৮৭৪ আরএস খতিয়ান নঃ ১০৫ জেএল নঃ ২৪, মৌজা এখলাসপুর,, মাটি ক্রয়ের কিছুদিন পরে দুই সন্তান রেখে সৌদি আরব চলে যান। চলে যাবার কিছুদিন পর, কষ্ট করা উপার্জনের কিছু টাকা তাহার মেয়ের একাউন্টে পাঠান তাহার মেয়ে মোসাঃ পাখি খাতুন ১৪,
ক্রয় করা জমির উপর পাকা বাড়ি নির্মাণের কাজ শুরু করেন একই গ্রামের মোঃ মুনজুর আলীর ছেলে মোঃ বেলাল উদ্দিন ( পাইলট) ৪৭ নামের এক মাদক সেবন কারি, মোসাঃ মোনুয়ারার মেয়ে মোসাঃ পাখি খাতুনকে বলেন তোর মাকে বলবি আমাকে (এক) ১০০০০০ টাকা না দিলে তোদের বাড়ি করতে দেওয়া হবে না,আর যদি তোর মা টাকা না দেন তাহলে তোদের নির্মাণ শ্রমিকসহ তোদের সকলের খবর আছে, তিনি আরো বলেন চাঁদার টাকা না পাইলে তোদের বাড়ি করা হবেনা, তোদের চরম বিপদ হবে বলে হুমকি দুমকি দেই। পাখি খাতুন তার মায়ের সাথে ফোন আলাপে বেলালের কথা গুলো বলেন এবং মনোয়ারা তাহার মেয়ে মোসাঃ পাখিকে থানায় একটি অভিযোগ দাখিলের কথা বলিলে পাখি খাতুন গত ২৯ /২/ ২০২৪ ইং তারিখে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন, স্থানীয় সূত্রে জানা যায় বেলাল উদ্দিন মাদক সেবন, নারী কেলাংকারী,বিভিন্ন প্রতারনার কাজসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।
সূত্রে আরও জানা যায় যে বেলাল উদ্দিনের ৬ স্ত্রী, এই বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com