শুক্রবার, ১০ মে ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী: শাহজাদপুর কাছারি বাড়িতে চলছে ৩ দিনের জন্মোৎসব। কালের খবর সাতক্ষীরা জেলায় এবার ২৫০ কোটি টাকার আম বিক্রির আশা। কালের খবর ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান, সম্পাদক জাহাঙ্গীর আলম। কালের খবর হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কালের খবর সাতক্ষীরায় কাঙ্খিত বৃষ্টিপাত দেখা দিয়েছে জনমনে স্বস্তি। কালের খবর টেকনাফে পণ্য পাচার নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে অপহরণের চেষ্টা, থানায় জিডি। কালের খবর এনএমআই-এর স্পেশাল ব্যাচ-২০২৩ এর শিক্ষা সমাপনী কুচকাওয়াজে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। কালের খবর আগুন পুড়ছে সুন্দরবন, নেভানোর আপ্রাণ চেষ্টা। কালের খবর জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক – শিপ্রা রানী দে। কালের খবর জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান তারুণ্যের অহংকার আবিদ হাসান রুবেল। কালের খবর
গাইবান্ধার সুন্দরগঞ্জের মেধাবী ছাত্রী শাহরিয়ার জান্নাত ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো না। কালের খবর

গাইবান্ধার সুন্দরগঞ্জের মেধাবী ছাত্রী শাহরিয়ার জান্নাত ছোঁয়ার স্বপ্ন পূরণ হলো না। কালের খবর

 

শহীদুল ইসলাম শহীদ, স্টাফ রিপোর্টার, সুন্দরগঞ্জ, কালের খবর : গাইবান্ধার সুন্দরগঞ্জে কাঠগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালযের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী শাহরিয়া জান্নাত ছোঁয়া (১৫) স্বপ্ন দেখতো লেখাপড়া শিখে ডাক্তার হয়ে পিতামাতার মূখ উজ্জল করবে। কিন্তু সে স্বপ্ন পুরণ হতে দিলো না প্রেমিক নামের প্রতারক রায়হান কবির মজিদ।

গাইবান্ধার সুন্দরগঞ্জের কাটগড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে দু’জনেই অধ্যায়ন করতো। প্রথমে গড়ে উঠে সখ্যতা তারপর প্রেম। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় মজিদ পাশ করে স্কুল থেকে বিদায় নেয়। ইতিমধ্যে ছোয়া জানতে পারে প্রেমিক মজিদ মাদকাসক্ত হয়ে পড়েছে। পারিবারিকভাবে জানতে পারে সে ভাসমান পরিবারের সন্তান। ছোয়া তখন থেকেই বখাটে প্রেমিককে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। বখাটে প্রেমিক মজিদ ছোঁয়ার স্কুল ও কোচিং-এর সহপাঠিদের মোবাইল ফোনে বিভিন্ন কথপোকথনসহ ফেসবুক ম্যাসেঞ্জারে তাদের ব্যক্তিগত ছবি পোষ্ট করে এবং ছোয়াকে তার বন্ধু-বান্ধবের সহযোগিতায় প্রতিনিয়ত উত্ত্যোক্ত করতে থাকে। এক পর্যায় বখাটে প্রেমিক মজিদের উত্ত্যোক্ত সইতে না পেরে নিজের জীবন বৃত্তান্ত ডায়েরিতে নোট করে আত্মহত্যার পথ বেছে নেয়। ছোঁয়ার সুন্দর হাস্যজ্জল চলাফেরা হঠাৎ আত্মহত্যার বিষয় তার পরিবার মেনে নিতে পারেনি।

পরিবারের সদস্যদের কৌতুহল বশত: মৃত্যুর ০২ দিন পর তার পাঠ্যপুস্তকে তার মা বিজলী বেগম নাড়াচারা করতেই ছোঁয়ার জীবন বৃত্তান্ত লিপিভুক্ত ডায়েরিটি খুঁজে পায়। ডায়েরীর ভিতরে লেখা তার চিঠিতে পরিবারের মনে নাড়া দিয়ে ওঠে। চিঠির ভাষায় লেখা ছিল “আম্মু আমাকে মাফ করে দিও, আত্মহত্যার পথ বেছে নেয়া ছাড়া আমার আর কোন উপায় ছিল না। বিশ্বাস করো আমি এতটা খারাপ না। আমি কিছুই করিনি। আমাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে। আমি এক নরপশুর সাথে ভুল করে ভালবাসায় জড়িয়েছিলাম। কিন্তু এই ভালবাসা আমার জীবনের ইতি টানতে বাধ্য করলো। আমি বাঁচতে চেয়েছিলাম। কিন্তু এই প্রেমিক নামের নরপশু আমাকে বাঁচতে দিল না। সে আমাকে কাফনের কাপড় পরিয়েই ছাড়লো”। এই ডায়রির লেখা ফটোকপি প্রতিবেদকের নিকট তার মা দেন এবং বলেন আমার সন্তানের মত কোন পরিবারের যাতে এ রকম না হয় সেজন্য দোষী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া গ্রামে। গত ১৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে ছোঁয়া ওই গ্রামের শাহজাহান মিয়ার মেয়ে। সকলের অজান্তে ছোঁয়া তার শয়নকক্ষে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়। লাশ ময়না তদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। পরে লাশ দাফন সম্পন্ন হলে ২৪ ফেব্রুয়ারি ছোঁয়ার পরিবার ও সহপাঠিরা এই আত্মহত্যাকে প্ররোচিত আত্মহত্যা বলে দাবী করে মানববন্ধন করেন এবং এর সাথে জড়িত বখাটে প্রেমিক রায়হান কবির মজিদকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শস্তির দাবী জানান।

পারিবার সূত্রে জানা যায়, বখাটে মজিদ একই ইউনিয়নের বামনডাঙ্গা রেল কলোনী পাড়ার মৃত শহিদুল ইসলামের ছেলে। এ ঘটনার পর থেকে মজিদ গা ঢাকা দিয়েছে।

তদন্তকারী কর্মকর্তা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই তরিকুল ইসলাম জানান, ঘটনাটির বিষয়ে আমরা অবহিত হয়েছি। ময়না তদন্তের রিপোর্ট আসলেই মামলার তদন্ত অগ্রগতি হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com