শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের উদারতা কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত। কালের খবর মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃত্বে জামাল-মুকুট। কালের খবর তিল ধারণের ঠাঁই নেই কক্সবাজার সমুদ্র সৈকত। কালের খবর আমতলীতে ভূমি দস্যুর অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন। কালের খবর নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সালাম সভাপতি, ছনি সম্পাদক নির্বাচিত। কালের খবর সীতাকুণ্ডে জামায়াত নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল সমাবেশ। কালের খবর আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর
লালন মেলা ও পূজায় জনদুর্ভোগের আশঙ্কা, দখল উচ্ছেদ হলেও রাস্তা জুড়ে রয়েছে ইট খোয়া। কালের খবর

লালন মেলা ও পূজায় জনদুর্ভোগের আশঙ্কা, দখল উচ্ছেদ হলেও রাস্তা জুড়ে রয়েছে ইট খোয়া। কালের খবর

 

কালের খবর ডেস্ক : 

দীর্ঘদিনের দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল কুষ্টিয়া পৌরসভা, দখলকৃত স্থাপনাটি শহরের ১১ নং ওয়ার্ডে মিলপাড়ার রবীন্দ্র সরণি (আদর্শ কলেজ মোড়) সংলগ্ন। এই দখলকৃত স্থাপনার জন্য সংকীর্ণ এই তিন রাস্তার মোড়টিতে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষের। বিষয়টি কুষ্টিয়া পৌরসভার নজরে আসলে অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেয়। স্থাপনাটি উচ্ছেদ হলেও তিন রাস্তার মোড়ের উপরে ইট, খোয়া ও সুরকির ইস্তুপে রাস্তায় এবং মোড়ের অর্ধেকটি জুড়ে আছে। ব্যাহত হচ্ছে মানুষের চরাচল। ছোটখাটো চার চাকার গাড়ি ঢুকতে পারেনা এই আবর্জনার জন্য। দখলকৃত ব্যক্তি মুসা আলী খানের এই ইট, বালি ও সুরকি সরানোর কথা থাকলেও দখলে রাখার জন্য এখন পর্যন্ত রাস্তাটি পরিষ্কার করেনি।
আদর্শ কলেজ সংলগ্ন এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি মোড়। অল্প কয়েকদিন পরেই ফকির লালন শাহের তিরোধান দিবস, দেশ বিদেশ থেকে লালন ভক্ত ও দর্শনার্থীরা এই রাস্তায় চলাচল করে, ওই সময়ে এই রাস্তায় এমনিতেই প্রচুর যানজটের দেখা দেয়। এই স্তুপ এর কারণে সামনের লালন মেলায় মানুষের যাতায়াতে বড় রকমের সমস্যা সৃষ্টি হবে। এই মোড় দিয়ে যাতায়াত করে কিন্ডারগার্ডেন স্কুলের বাচ্চারা, গার্লস স্কুল ও হাই স্কুলের ছেলে মেয়েরা। এ ছাড়াও পাসেই ঈদগাহ ও একটি মন্দির রয়েছে। এই স্তুপের কারনে যেমন চলাচলে অসুবিধা হচ্ছে আবার ঈদগাহ ও মন্দিরের সৌন্দর্যও নষ্ট করছে।
মিলপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন কুমার পাড়ই কালা বলেন, আমাদের মন্দিরটির একটি ঐতিহ্য আছে, আছে সুনামও, শহর ও আসপাশের অনেক ভক্তরা আসে পুজার সময়, কিন্তু আমাদের এই মোড়ের উপর যেই ভাঙা চুড়ার স্তপ রয়েছে এই আআবর্জনার কারনে মন্দিরের সৌন্দর্য নষ্ট হচ্ছে, আবার পুজার ভিড়ের সময় ভক্তদের প্রচুর বিড়ম্বনা পোহাতে হবে। আমি আশাকরি আমাদের প্রিয় মেয়র মহোদয় এই বিষয়টি দেখবেন।
একই মন্দিরের সহ-সভাপতি বঙ্কেশ মজুমদার বঙ্কু বলেন, পৌরসভার উদ্যোগে এই মোড়ের অবৈধ স্থাপনাটি উচ্ছেদের ছয় মাস পার হয়ে গেলেও এখনো এই ইট সুরকি গুলো সরানো হলো না, এতে করে এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন ২০ অক্টোবর থেকে আমাদের দুর্গা পুজা শুরু হবে, আমাদের মিলপাড়া সার্বজনীন পুজা মন্দিরটি ঐতিহ্যবাহী ও নামকরা একটি মন্দির। দুর্গা পুজায় আমাদের এই মন্দিরে কুষ্টিয়ার সমস্ত এলাকার ভক্তরা পুজা দর্শনে আসে। পুজার সময় এই রাস্তায় রিক্সা বা অটো বাদেই মানুষের যাতায়াত অনুপযোগী হয়ে ওঠে, এই ধংশস্তুপটি পুজার আগেই না সরালে আগত সকল ভক্তদের জন্য খুবই কষ্টকর হবে।
স্থানীয়রা জানান, গত ২ মে ২০২৩ আদর্শ কলেজের পাশে যে মোড়টি এই মোড়ের অবৈধ স্থাপনাটি গুরিয়ে দিয়েছে পৌরসভা।
এই স্থাপনাটি অবৈধভাবে দখল করে দোকান ঘর গড়ে উঠেছিল, এতে করে সাধারণ মানুষসহ স্কুলের শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হত। স্থানীয়রা অভিযোগ করে বলেন এই অবৈধ স্থাপনাটি উচ্ছেদ হলেও ইট সিমেন্টের আবর্জনা এখনো সরায়নি পৌরসভা অথবা দখদার মূসা আলি খান, তাদের অভিযোগ মুসালি খান এই স্থাপন এটি নিজের দখলে রাখার জন্যই এভাবে রেখে দিয়েছে, সামনে লালন মেলা এবং পূজায় এই রাস্তায় প্রচুর জনসমাগম হয়, রাস্তার উপরে এভাবে স্তুপ পড়ে থাকলে চলাচলে খুবই অসুবিধা হবে, স্থানীয়না মনে করেন পৌরসভা এই ব্যাপারে দৃষ্টি দেবেন এবং লালন মেলাও পূজার আগেই এটি সরিয়ে রাস্তাটি প্রশস্ত করবে।
এই ব্যাপারে মুসা আলী খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় অভিযোগ করে বলেন ১১ নং ওয়ার্ড কাউন্সিলর আনিস কুরাইশি কে রাস্তার এই ইট খোয়া সরানোর জন্য একাধিক বার বলা হলেও তিনি অপারগতা প্রকাশ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com