শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সাঈদ ইবনে হানিফ, কালের খবর :
যশোরের বাবাঘারপাড়া উপজেলার মহিরণ গ্রামের বলদেঘাটা নামক স্থানে পড়ালেখায় চাপ প্রয়োগের কারণে ঘাস পোড়ানো ঔষধ খেয়ে আত্মহত্যা করেছে এক ছাত্র । নিহত এই ছাত্রের নাম আপন (১৪),সে ওই গ্রামের প্রবাসি আনিছুর রহমানের ছেলে। তার
মা মৌসুমি বেগম জর্দান প্রবাসী ছিলেন, ছেলের আত্মহত্যার খবর শুনে ইতিমধ্যে তিনি বাড়ীতে এসেছেন। ছেলের অকাল মৃত্যুতে পরিবারে যেন নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসি সূত্রে জানা গেছে,
মরহুমের নামাজে জানাযা শুক্রবার সকাল ১০ টায় বাঘারপাড়া মহিউসসুন্নাহ কওমি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে, এবং বাঘারপাড়া সরকারি কবরস্থানে তার দাফন সম্পান্ন করা হবে।
আত্মহত্যার শিকার ছাত্র আপনের বাবার বাড়ী কুমিল্লায় বলে জানা গেছে। তারা বর্তমানে বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের বলদেঘাটা মোড়ে জমি কিনে বাড়ি করে বসবাস করে আসছেন ।