সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৪ পূর্বাহ্ন
তাড়াশ, সিরাজগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
সিরাজগঞ্জ তাড়াশের এক সাংবাদিককে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে মাদক ব্যবসীয়রা। গুরুতর আহত ওই সাংবাদিকের নাম মুন্না হুসাইন। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
মুন্না উপজেলার মহেশরৌহালী গ্রামের হাছেন আলীর ছেলে। মঙ্গলবার রাত ১০টার দিকে নিজের হাঁসের ব্যবসার কাজ শেষে বাড়ি ফেরার পথে তাঁর নিজ গ্রামের মধ্যে ইসমাইলের দোকানে বসে চা খেয়ে বাড়ি ফেরার পথে ভুলোর ভিটা নামক এক জায়গায় ইয়াবা ও গাজা ক্রয় বিক্রয় করতে দেখে সাংবাদিক মুন্না সঙ্গে, সঙ্গে তাঁর নিজের হাতের মোবাইল ফোন দিয়ে ছবি তুলতে আরাম্ভ করে। এমতাবস্থায় মাদক কারবারিরা দৌড়ে এসে ৫ থেকে ৬ জন মুন্না সাংবাদিকে এলো পাথারি কিল ঘুসি লাথি মারে ও গলায় গামছা লাগানোর সময় মুন্না একজনকে চিনতে পারে তিনি হলেন তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন (৩৫) গ্রাম মহেশরৌহালী পিতাঃ মৃত্যু আঃ মজিদ মাদক কারবারিরা যাওয়ার সময় সাংবাদিক মুন্নার কাছ থেকে ব্যবসার ১০০০০০ টাকা ও একটি vivo ys১২ মোবাইল ফোন ছিন্তাই করে নিয়ে যায় ও হত্যার চেষ্টা করে। হত্যার পরিকল্পনা বুজতে পেরে তিনি চিৎকার চেঁচামেচি শুরু করে তাঁর চিৎকার চেঁচা মেচি শুনে ইসমাইলের দোকানের লোকজন বেরিয়ে আসে লোকজনকে বেড়িয়ে আসতে দেখে মাদক কারবারিরা ৫ জন দৌড়য়ে পালিয়ে যায় ও মাদকের ডিলার ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামাল তাঁর নিজ বাড়িতে পালিয়ে যায়।পরে মুন্নাকে গ্রাম বাসি সোলায়মান ও জাহিদুল তাড়াশ সদর হাসপাতালে অনুমানিক রাত ১২.৪৫ মিনিটে ভর্তি করে।
তাড়াশ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন ভিকটিম পর্যবেক্ষন করে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রচণ্ড আঘাতের ফলে তার ফুসফুস ও হার্ট মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
তাড়াশ পৌর প্রেস ক্লাবের মোঃ শরিফ উদ্দিন বলেন, মুন্না শারীরিক অবস্থা খুবই খারাপ। তাকে নিয়ে এখন হাসপাতালে আছি। থানায় অভিযোগ করা হবে। দ্রুত এ বিষয়ে স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হবে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত ওসি শহিদুল ইসলামকে রাত্রি অনুমানিক ১২ দিকে এ ঘটনা জানানো হয়।