রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৭ অপরাহ্ন
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (টিজিটিডিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পুনরায় নিয়োগ পেয়েছেন মো. হারুনুর রশীদ মোল্লাহ্। পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পেট্রোবাংলার সুপারিশসহ প্রস্তাব এবং তার কর্মদক্ষতা ও অভিজ্ঞতা বিবেচনা করে তাকে এক বছরের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে হারুনুর রশীদ মোল্লাহ্কে তিতাসের এমডি পদে পুনরায় নিয়োগ দেওয়ায় সোমবার যমুনা গ্রুপের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান গ্রুপটির পরিচালক (বাণিজ্যিক) এবিএম শামছুল হাসান।