শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০১ অপরাহ্ন
মোঃ ইসমাইল হোসাইন কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট করেছেন কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ক্যম্পাসের একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তাঁরা।
এ সময় শিক্ষার্থীরা ‘’ রক্ত লাগলে রক্ত নিন,উচ্চ শিক্ষার সুযোগ দিন।ডিপ্লোমাতে জীবন শেষ, এ কেমন বাংলাদেশ। জান দিবো মান নয়, মর্যাদাতে আপোষ নয়।” ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে , ইন্টার্ণশীপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এযুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন,কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ,বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদান।
শিক্ষার্থীরা জানান,”সম্প্রতি ম্যাটস শিক্ষা কারিকুলামে আমাদের জন্য বাস্তবিক প্রশিক্ষণ তথা ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। এটি আমাদের দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে উঠা থেকে বঞ্চিত করবে। ইন্টার্নশিপ বহালের দাবিতে আমরা আন্দোলন করছি।আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক। এই দাবি মানলে কারও কোনো ক্ষতি হবে না।”
দুপুর ১২ টার দিকে এসব দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়া মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডাঃ হেলিশ রঞ্জন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
অধ্যক্ষ ডাঃ হেলিশ রঞ্জন সরকার বলেন, “আমি শিক্ষার্থীদের স্মারক লিপি পেয়েছি। আজকেই স্মারকলিপিটা ডিজি মহোদয় বরাবর পাঠিয়ে দিবো।তাঁরা শিক্ষার্থীদের দাবি বিবেচনা করে সিদ্ধান্ত নিবেন।”