আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার করগাঁও ইউনিয়নের ক্যাম্পাস মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,অভিভাবক সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৩ আগষ্ট দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো:নাদিম মোল্লা।
ক্যাম্পাস মডেল একাডেমীর সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ শেখ শারফুদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও ক্যাম্পাস মডেল একাডেমির পরিচালক রাকিব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ক.ম সিদ্দিক (দুলাল),সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রফিকুল হক আফরুজ,সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান কবির,করগাও ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুর রব, ক্যাম্পাস মডেল একাডেমির অধ্যক্ষ ও পরিচালক আসমা আক্তার (সুরমা), কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুর রউফ ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তুষার, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হোসেন আলী, বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন কটিয়াদী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, করগাঁও বাজার বনিক সমিতির সভাপতি শাহীদুর রহমান,করগাঁও বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সেলিম লস্কর সহ আরো অনেকেই।
শিক্ষার্থী ও অভিভাবদের উদ্যেশ্যে অতিথি বৃন্দের আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ ও স্মার্ট ফোন বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে
গান,নৃত্য,খুদিরামের ফাসির ঘটনা,ব্যাস্ত ডাক্তার নাটিকা সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় ক্যাম্পাস মডেল একাডেমীর নতুন সংযোজন ক্যাম্পাস টেকনিক্যাল স্কুলের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।
উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন ক্যাম্পাস মডেল একাডেমির পরিচালক মোঃ মুজিবুর রহমান।