সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
ঝিমিয়ে থাকা কুষ্টিয়া জেলা বিএনপি জেগে উঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা। কালের খবর

ঝিমিয়ে থাকা কুষ্টিয়া জেলা বিএনপি জেগে উঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা। কালের খবর

 

কুষ্টিয়া প্রতিনিধি, কালের খবর : 

ঝিমিয়ে থাকা কুষ্টিয়া জেলা বিএনপি জেগে উঠে হাজার হাজার নেতাকর্মী নিয়ে পদযাত্রা করেছে। সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে পদযাত্রা করছে বিএনপি। পদযাত্রাটি বুধবার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের আলফার মোড় থেকে শুরু হয়ে প্রায় ত্রিমোহনী এলাকায় গিয়ে শেষ হয়। পদযাত্রায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

এর আগে সকাল থেকেই কুষ্টিয়া শহরের বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আলফার মোড় এলাকায়। এ সময় আইনশৃঙ্খলা বজায় রাখতে সতর্ক অবস্থানে ছিলো জেলা পুলিশ।

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির নেতারা বলেন, দেশের মানুষ এই সরকারকে চাই না। তাদের সঙ্গে সাধারণ জনগণের কোনো সম্পর্ক নেই। হাসিনা সরকার রাতের ভোটের সরকার। এই সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করে, অত্যাচার জুলুম করে। এ পরিস্থিতি আর চলতে পারে না। এই সরকারের অধীন অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা সরকারের পদত্যাগ চাই। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক শহিদুল ইসলাম,বিএনপি কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. শামিম উল হাসান অপু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com