রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন
গোপালগঞ্জ থেকে আসাদুজ্জামান বাবুল, কালের খবর : গোপালগঞ্জে অবৈধ ১টি ইটভাটা উচ্ছেদ ও ২টি ইট-ভাটার প্রত্যকে ২ লাখ করে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
গোপালগঞ্জ জেলা প্রশাসক কাযালয়ের নিবাহী ম্যাজিষ্ট্রেট মো, রেজাউল করিম এ জরিমানা করেন।
নিবাহী ম্যাজিষ্ট্রেট মো, রেজাউল করিম এবং গোপালগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো, আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশ, ফায়ার সাভিস, আনসার ব্যাটেলিয়ন ও পরিবেশ অধিদপ্তর সমন্ময়ে গঠিত টীম কতৃক অবেধ ইট ভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ও মোবাইল কোট পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম সাংবাদিকদের জানিয়েছেন, ১৮ জুলাই দিনভর গোপালগঞ্জ সদর উপজেলার কেকানিয়ায় ৩ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ১টি ভাটার লাইসেন্স, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ প্রয়োজনীয় কাগজ না থাকায় উচ্ছেদ করা হয়েছে।
অপর দুটি ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার অপরাধে অপর ২টি ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করে আদায় করা হয়।
ইটভাটা ৩টি হলো, মেসাস এস আর আর বি ব্রিকস এম.আর.বি ব্রিকসকে ২লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মেসার্স লাল পরি ব্রিকস নামে একটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে।