সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি: কিশোরগঞ্জ, কালের খবর :
কিশোরগঞ্জে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার ৬ জুন-২৩ ইং এই উপলক্ষে শহরের জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দুপুরে কেক কাটা ও আলোচনাসভার মধ্য দিয়ে বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় পত্রিকা দৈনিক যায়যায়দিন এর ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দৈনিক যায়যায়দিন পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আরজু মিয়া, বাংলা টিভি কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসেন রনি, কিশোরগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়ার সিনিয়র সহ সভাপতি আবদুর রউফ ভুঁইয়া ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ বক্তব্য প্রদান করেন। আলোচনা সভায় বক্তব্য প্রদান কারী বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যায়যায়দিন পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গনমাধ্যম কর্মীগণ ও শহরের নানা শ্রেণী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।