শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন
আব্দুর রউফ ভূঁইয়া, ব্যুরো প্রধান কিশোরগঞ্জ, কালের খবর : কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের দামপাড়া গ্রামের কিশোর রাকিব হত্যাকারীদের বিচার চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ মে সকালে উপজেলার কর্শাকড়িয়াইল বাজারে কিশোরগঞ্জ টূ নিকলী রাস্তায় ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এসময় মানববন্ধনে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, কড়িয়াইল এলাকায় আব্দুল্লাহ’র পোল্ট্রি ফার্মে শ্রমিকের কাজ করতেন নিহত কিশোর রাকিব। কাজ করার সুবাদে আব্দুল্লাহ’র বড় ভাইয়ের মেয়ের সাথে প্রেমের সর্ম্পক গড়ে উঠেছিল নিহত কিশোর রাকিবের। রাকিবের প্রেমের বিষয়টি মেনে নিতে পারেনি প্রেমিকার পরিবার। এরই জেরে গত ৩ মে রাতের কোন একসময় রাকিবকে ডেকে নিয়ে হত্যার পর ঘটনা দামাচাপা দিতে আমড়া গাছে ঝুলিয়ে রাখে। ঘটনার পর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মানববন্ধনের মাধ্যমে দ্রুত ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের কে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান এলাকার সর্বস্তরের জনগণ।
উক্ত মানব বন্ধনে কিশোর রাকিব হত্যা কারীদের দ্রুত গ্রেপ্তার ও আসামিদের ফাঁসি চেয়ে বক্তব্য রাখেন কর্শাকড়িয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান বদর উদ্দিন, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ভূঁইয়া , এ পি পি এডভোকেট আতিকুল হক বুলবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, আলহাজ্ব ওয়াজেদুল ইসলাম খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন, নিহতের ছোট ভাই সাকিবুল হাসান, কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল হক খোকা, সমাজ সেবক হুমায়ুন কবীর রেহান, রাকিবের স্কুলের সাবেক সহপাঠিরা ও বক্তব্য রাখেন।
মানববন্ধনে স্কুলের পাঁচ শতাধিক শিক্ষার্থী ছাড়াও কর্শাকড়িয়াইল ইউনিয়নের শত শত মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।