শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নবীনগর প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরএলাকার আলমগনগর গ্রামে জুম্মা নামাজে দাড়াঁনো তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ায় একজন নিহত হয়েছে। নিহতের নাম মোঃ সিজিল মিয়া (৪২) পিতা মন্তাজ মিয়া গ্রাম আলমনগর উত্তর পাড়া।গুরুতর আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শুক্রবার( ০৫/০৫) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘটনা জিঙ্গাসাবাদের জন্য নূরে আলম নামে একজনকে আটক করছে।
জানা যায়, আলমনগর উত্তর পাড়া কবরস্থান মসজিদে জুম্মা নামাজ আদায় করতে যান সিজিল মিয়া। মসজিদে দাড়াঁনোর বিষয় নিয়ে আলমনগর গ্রামে মৃত সহিদ মিয়ার ছেলে শাহ আলম সিজিলকে পিছনের সাড়িঁতে দাড়াঁতে বললে সে সরে যায়নি। নামাজ শেষে কথা না শুনায় তার উপর এলোপাতারি কিলঘুষি মারতে থাকে। এক পর্যায়ে সিজিল মাটিতে লুটিয়ে পরলে লোকজন প্রথমে নবীপুর হাসাপাতালে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক অবস্থায় ডাক্তার তাকে নবীনগর সদর হাসপাতালে প্রেরন করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পুলিশ শাহ আলমের ছোট ভাই নূরে আলমকে জিঙ্গাসাবাদের জন্য আটক করেছে।
থানার অফিসার ইনচার্জ সাইফুদ্দিন আনোয়ার ঘটনা’র সত্যতা স্বীকার করে বলেন,যে টুকু জানা গেছে, জুুম্মার নামাজকে কেন্দ্র করে এ মারধরের ঘটনা ঘটে। লাশ সুরুতহাল রির্পোট তৈরী করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। এ বিষয়ে জিঙ্গাসাবাদের জন্য শাহ আলমের ছোট ভাই নূরে আলমকে থানায় আনা হয়েছে। ভিকটিমের পরিবার এখানো কোন অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।