বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা। কালের খবর সাতক্ষীরায় মহান মে দিবস উপলক্ষে র‍্যালী। কালের খবর সাতক্ষীরার আলীপুরে বিএনপির বহিস্কৃত নেতা আব্দুর রউফ বিজয়ী। কালের খবর উপজেলা নির্বাচনে রায়পুরা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুলুর প্রার্থীতা ঘোষণা। কালের খবর কক্সবাজারে স্পা’র আড়ালে অনৈতিক কর্মকাণ্ড। কালের খবর ডেমরায় পরিবহনে চাঁদা আদায়, গ্রেফতার ৩ চাঁদাবাজ। কালের খবর রেলের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান যাত্রী কল্যাণ সমিতি। কালের খবর দিনাজপুরে বাঁশ ফুলের চাল তৈরি করে বিস্ময় সৃষ্টি করেছেন সাঞ্জু রায়। কালের খবর প্রবীণ সাংবাদিক জিয়াউল হক জিয়া আর নেই। কালের খবর ছবি তোলার অপরাধে সাংবাদিক গ্রেফতার, অত:পর মুক্তি। কালের খবর
ঝিকরগাছায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হলো প্রেমিক। কালের খবর

ঝিকরগাছায় প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে লাশ হলো প্রেমিক। কালের খবর

 

যশোর প্রতিনিধি, কালের খবর : 
প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে প্রেমিকার বাড়িতেই লাশ হয়েছে যশোরের ঝিকরগাছা উপজেলা গঙ্গানন্দপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের কলেজ শিক্ষার্থী ইলিয়াস হোসেন (১৯)। সে শ্রীচন্দ্রপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। তার মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে।পুলিশ প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

স্থানীয়রা জানায়, একই গ্রাম শ্রীচন্দ্রপুরের আয়নাল হকের মেয়ে লুইস পারভিন ওরফে হিরা মনির (১৮) সাথে ইলিয়াস হোসেনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। হিরামনি ঝিকরগাছার গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজের ছাত্রী এবং ইলিয়াস হোসেন চৌগাছার পাশাপোল কলেজের ছাত্র। উভয়েই এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করত। দীর্ঘদিন ধরে এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল।

দুর্ঘটনার রাতে ইলিয়াস হোসেন তার প্রেমিকা হিরামনির সাথে দেখা করতে বাড়িতে যায়। উভয়ের সাথে কথা হয়েছে দীর্ঘক্ষন। এরপর প্রেমিকা নিহতের মামাতো ভাইকে রাতে তিনটা দিকে ফোন করে বলে ইলিয়াস আমাদের বাড়ির জানালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আশপাশের লোকের খবর দিলে তারা ইলিয়াস হোসেনকে মৃত অবস্থায় দেখতে পায়।

গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন – এলাকাবাসী আমাকে জানিয়েছেন, নিহতের পিতা ফারুক হোসেন হীরামনিদের বাড়িতে কাজ করতো। কাজের লোকের ছেলের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেনি হিরামনির পরিবার; তাই ইলিয়াস হোসেনকে হত্যার শিকার হতে হয়েছে। এমনটাই ধারণা তাদের।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, কে বা করা হত্যা করেছে এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্তে আসামি সনাক্ত করা সম্ভব হবে। লাশ ময়না তদন্তের জন্য যশোর আড়াই’শ শয্যা হাসপাতালে রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com