বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর
বোয়ালমারীতে সাবেক মেম্বারের ভাইয়ের বাড়িতে মিললো ৩টি চোরাই মোটরসাইকেল। কালের খবর

বোয়ালমারীতে সাবেক মেম্বারের ভাইয়ের বাড়িতে মিললো ৩টি চোরাই মোটরসাইকেল। কালের খবর

বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারীতে আ’লীগ নেতা, সাবেক ইউপি মেম্বারের ভাইয়ের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তিনটি চোরাই মোটরসাইকেল এবং বিভিন্ন মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করেছে। এছাড়া আরো একটি মোটরসাইকেল জনৈক সাংবাদিকের সহায়তায় একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় ওই ইউপি মেম্বার এবং তার ভাইসহ তিনজনে অপর তিনটি চোরাই মোটরসাইকেল নিয়ে সটকে পড়েছেন বলে জানা গেছে।

থানা ও বিভিন্ন সূত্রে জানা যায়, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের উলুকান্দা-ঘোপঘাট গ্রামের বিপ্লব কুমার দে’র চুরি যাওয়া একটি মোটরসাইকেল বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের শহিদুল ব্যবহার করছেন বলে বিপ্লব জানতে পারেন। শহিদুল ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন তালিকাভূক্ত ইলেকট্রিশিয়ান এবং নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক। শনিবার (২৫ মার্চ) দুপুরে জনৈক ব্যক্তি শহিদুলকে ফোনে তার অবস্থান জানতে চাইলে তিনি নতুন বাসস্ট্যান্ডের নিকটের একটি গ্যারেজে যেতে বলেন। এ সময় শহিদুলের নিকট বিপ্লবের চুরি যাওয়া মোটরসাইকেলটি পাওয়া যায়। মোটরসাইকেলের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি জানান মোটরসাইকেলটি অমৃতনগর গ্রামের সাবেক ইউপি মেম্বার মফিজুর রহমানের নিকট থেকে তিনি নিয়েছেন। মফিজুর বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন আ’লীগের পরিবেশ ও বনবিষয়ক সম্পাদক এবং গুনবহা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
বিষয়টি চুরি যাওয়া মোটরসাইকেলের মালিক বিপ্লব বৈদ্য সাথে সাথেই বোয়ালমারী থানা পুলিশকে জানান। বোয়ালমারী থানা পুলিশের একটি টিম মফিজুর রহমান এবং তার ভাই সোহেলের বাড়ি তল্লাশি করে। এ সময় সোহেলের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল এবং মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাবেক মেম্বার মফিজুর রহমান, তার ভাই সোহেল এবং একই গ্রামের শহিদুল আরো তিনটি চোরাই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় বলে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. শফিউদ্দিন জানান।
এ বিষয়ে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মফিজুর রহমান মোবাইলে বলেন, মোটরসাইকেলগুলো আমার কিংবা আমার ভাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়নি। ওগুলো পার্শ্ববর্তী মোস্তাক, লিটনের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো.শফিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক আ. লতিফ মণ্ডলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গুনবহা ইউনিয়নের সাবেক মেম্বার মফিজুর রহমানের ভাই সোহেলের বাড়ি থেকে ৩টি চোরাই মোটরসাইকেল এবং কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। অপরটি একটি গ্যারেজে থেকে উদ্ধার করা হয়েছে। মফিজুর, সোহেল, শহিদুল পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো তিনটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেছে। তিনি আরো বলেন, সাবেক মেম্বার মফিজুর রহমান গাড়ি চোর চক্রের মূল হোতা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, চোরাই মোটরসাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। যাদের বাড়ি থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com