বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর :
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুইনারী মাদককারবারীকে ১৭০০ পিস ইয়াবাসহ আটক করেছেন আখাউড়া থানা পুলিশ। ঐ দুইনারী ইয়াবা চোরাকাবারী ও মাদক ব্যবসায়িক তাহারা হলেন হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী মিনারা বেগম(৪০) ও আখাউড়া উপজেলা মনিয়ন্দ ইউনিয়ন শিবনগর গ্রামের শিপন (শিবু) স্ত্রী মারুফ আক্তার (২৮)। জানতে চাইলে এবিষয়ে আখাউড়া থানার এসআই মোহাম্মদ মোবারক হোসেন ও এএসআই আলমগীর হোসেন বলেন। আমরা গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের পাশাপাশি রাজ্জাক মিয়ার চায়ের দোকানের সামনে, পাকা রাস্তার উপর দাঁড়িয়ে আমাদের সঙ্গীয় ফোর্সসহ বিশেষ একটি অভিযান চলাকালীন সময়। অটোরিকশা যুগে এইদুই নারী ইয়াবা কারবারী পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটি অটো রিস্কা দিয়ে যাওয়ার পথে তাদের অটো রিস্কাটি আমরা তখন দাঁড় করিয়ে তল্লাশি শুরু করলে তাদের সঙ্গে থাকা ১৭০০ পিস ইয়াবা পাই। তখন ইয়াবা গুলো জব্দকরি এবং ও দুই ইয়াবা চোরাকারবারী নারীসহ আমরা থানায় নিয়ে আসি। এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম বলেন। আমাদের থানার বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এইদুই নারী ইয়াবা চোরাকারবারীদেরকে ১৭০০ পিস ইয়াবাসহ আটক করেছে তাদেরকে আদালতের প্রেরণের প্রক্রিয়া চলছে।