বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জমি দখলে বেপরোয়া রুহুল আমিন হাওলাদার। কালের খবর মাটিরাঙায় সেনা অভিযানে ১৪ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ। কালের খবর দুর্গম শিক্ষা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণ। কালের খবর ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর
সখীপুরে গরু চুরির ঘটনায় থানায় জিডি। কালের খবর

সখীপুরে গরু চুরির ঘটনায় থানায় জিডি। কালের খবর

আহমেদ সাজু, সখীপুর, কালের খবর :

২৯ মার্চ রাতে সখীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে সখীপুর টু কালিদাস পাকা রাস্তার আনুমানিক ২০০/৩০০ গজ দূরে সখীপুর জনতা বাজার ( ফুটানী বাজার)এর নিকটে এমন দূর্ধষ চুরির ঘটে। সরজমিন ঘুরে দেখা গেছে,সখীপুর জেলখানা মোড় হতে কালিদাস পাকা রাস্তার পাশে ফুটানি বাজারে একটু আগে,মূল রাস্তার পশ্চিম পাশে মোঃ কামরুল হাসান নামে এক গরু খামারির বাড়ি অবস্থিত।তার একমাত্র উপার্জনের সম্বল ছিলো ৫ টি গরু।এর মাঝে ১টি দেশী জাতের গাভী দুই মাসের বকন বাচ্চাসহ,১টি দেশী জাতের তিন মাসের গর্ভবতী গাভী,একটি বড় অষ্টেলিয়ান জাতের গাভী ও ১ টি অষ্টেলিয়ান জাতের বড় ষাড় গরু বিগত রাতের যেকোনো সময় চোর চক্র বাড়ির মূল টিনের গেটের তালা ভেঙ্গে গরুর ফার্ম থেকে চুরি করে নিয়ে গেছে।ভুক্তভোগী কামরুল হাসানের স্ত্রী রেহেনা বেগম (৩৮) ও তার দুই মেয়ে প্রতিদিনের কাগজের প্রতিবেদকের নিকট জানান, ঘটনার রাত ১২ টার পরে তারা বাড়ির মূল গেট লাগিয়ে ঘুমাতে যান,বড় মেয়ে কাকলি আক্তার রাত্রি আনুমানিক সাড়ে তিনটায় প্রথমে সেহেরি খাবার উদ্দেশ্যে ঘুম থেকে জেগে উঠে দরজা খোলা,মূল ঘরেই ছিলেন ওরা দুই বোন।সামনের বারান্দার রুমে ঘুমিয়ে ছিলেন কাকলির মা – বাবা।তারা দরজা খোলা দেখে, তারাতাড়ি ভয়ে তার মা বাবাকে ডেকে তোলেন।হঠাৎ দেখতে পান তাদের গরুর ঘরে ১টি গরুও নেই। তাৎক্ষণিক তারা কান্নাকাটি শুরু করে দেন,তাদের চিৎকারের শব্দ শুনে আশেপাশের বাড়ির লোকজন এগিয়ে আসেন।সবাই এদিক সেদিক পাগলের মত খুঁজতে থাকেন।সকালে বাড়ির মালিক খামারি কামরুল ছুটে যান সখীপুর থানায়,ডিউটি অফিসার ঘটনার বিবরণ জেনে অজ্ঞাতনামা একটি সাধারণ ডাইরি (জিডি) করেন।বিকেলে সখীপুর থানার এসআই সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন।কামরুল হাসানের স্ত্রী প্রতিবেদকের সামনেই চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়েন,তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। একপর্যায়ে তিনি বলেন,আমার সব শেষ হয়ে গেছে,এখন আমি কি করবো বাবা,আমি যে,রাস্তার ফকির হয়ে গেলাম,আমার সংসারের শেষ সম্বল ছিলো এই গরু কয়টা”।স্থানীয় প্রতিবেশী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়,সবকয়টি গরু মিলে তাদের প্রায় ৮/১০ লাখ টাকার গরু হারিয়ে গেছে।এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com