ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ এলাকায় অবস্থিত অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী সলিমগঞ্জ আবদুর রউফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল অত্র বিদ্যালয়ের নবনির্মিত একটি একাডেমিক ভবন উদ্বোধন করেন। পরে কোরআন তেলোয়াত ও জাতীয় সঙ্গীতের পর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।