বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মুরাদনগর- ইলিয়টগঞ্জ সড়কের সাতমোড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চান্দিনা উপজেলার মৈশাল গ্রামের রিয়াজুল (২২) ও চাদপুরের কচুয়ার মোশারফ (২৩)।
সূত্রে জানা যায়, মুরাদনগরগামী একটি মোটরসাইকেল সাতমোড়া এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বেপোরোয়া গতির একটি মাটিবাহী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
শুশুন্ডা গ্রামের প্রত্যক্ষদর্শী মোহাম্মদ আলী জানান, মোটরসাইকেল যাওয়ার পথে ট্রাক্টরের সাথে ধাক্কা লেগেই দুইজন নিহত হয়েছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুই মটর মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেছেন। কিসের সাথে ধাক্কা খেয়েছে তা কেউ দেখেনি। ধারণা করা হচ্ছে বেপরোয়া গতির কারণে দূর্ঘটনা ঘটেছে।