সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
যশোরের বাঘারপাড়ার জনপ্রিয় গ্রাম ডাক্তার রুহুল আমীনের ইন্তেকাল । কালের খবর

যশোরের বাঘারপাড়ার জনপ্রিয় গ্রাম ডাক্তার রুহুল আমীনের ইন্তেকাল । কালের খবর

সাঈদ ইবনে হানিফ, কালের খবর :

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যান সমিতির যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন কমিটির সিনিয়র সহসভাপতি জনপ্রিয় (গ্রাম ডাক্তার) রুহুল আমীন ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৮) বছর। পারিবারিক জীবনে তিনি স্ত্রী এবং এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুণ গ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানায়, গ্রাম ডাক্তার রুহুল আমীন, গত কয়েক মাস যাবত দুরারোগ্য ব্যাধি ক্যানসারে রোগে ভুগছিলেন। ইতিপূর্বে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে কিছু দিন চিকিৎসার পর চিকিৎসকের পরামর্শে বাড়িতে আনা হয়েছিল। এরপর ২৩ শে,ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার ঘোষনগর গ্রামে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এদিন যোহর নামাজের পর স্থানীয় ঘোষনগর – বাগডাঙ্গা বাজার স্কুল মাঠে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব, সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, সাবেক ইউপি ঈমান আলী মোল্লা, ঘোষনগর জামে মসজিদের ইমাম মাওঃ সোহরাব হোসেন, বাগডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওঃ এরশাদ আলি, বাজার মসজিদের সভাপতি আলহাজ্ব আবদুল মতলেব মোল্লা, স্থানীয় বাজার কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসলাম হোসেন, বাজারের অন্যাতম সদস্য মোঃ আবুল কালু রব মিয়া, বাগডাঙ্গা সম্মিলিত ঈদগাহর সাবেক ইমাম মাওঃ আব্দুর রাজ্জাক, জানাজা নামাজের ইমামতি করেন বাজার মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম, মাগরিব নামাজের পর মরহুমের পিত্রালয় একই উপজেলার বহারামপুর গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক করব স্থানে তাকে দাফন করা হয়। উল্লেখ্য, গ্রাম ডাক্তার রুহুল আমীন, বহারামপুর গ্রামের মরহুম আবদুল জলিল মোল্লার ছেলে। ৬ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড় । ছোট বেলা থেকে তিনি লেখা পড়ার সূত্র ধরে পার্শ্ববর্তী ইউনিয়নের ঘোষনগর – বাগডাঙ্গা এলাকায় আসেন। অত্যান্ত মিশুক প্রকৃতির মানুষ হওয়ায় এলাকার মানুষের মধ্যে জায়গা করে নেন। একসময় লেখা পড়া শেষ করে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন ডাক্তারী পেশায়। বিয়ের পর পারিবারিক জীবন যাপন শুরু করেন, বাজার সংলগ্ন ঘোষনগর গ্রামে। ডাক্তারী পেশার পাশাপাশি তিনি এলাকার সামাজিক ও সংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, গ্রাম ডাক্তার কল্যান সমিতির বাঘারপাড়া উপজেলা কমিটির সভাপতি, গ্রাম ডাক্তার সীমা খাতুন, সাধারণ সম্পাদক, গ্রাম ডাক্তার হাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি গ্রাম ডাক্তার বিমল বিশ্বাস, তথ্য ও প্রচার সম্পাদক গ্রাম ডাক্তার আবু সাঈদ, কোষাধ্যক্ষ মুরাদ হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক জাহিদুর রহমান, গ্রাম ডাক্তার শেখ মাহমুদুল হক, গ্রাম ডাক্তার নজরুল ইসলাম, সহ সমিতির নেতৃবৃন্দ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com