বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
যশোর প্রতিনিধি, কালের খবর :
বেনাপোলগামী ট্রেনপরিচালকের লাথিতে নাক ফেটেছে স্কাউটে অংশ নিতে যাওয়া এক স্কুলশিক্ষিকার। তিনি ওই স্কাউট ইউনিটটির নেতৃত্ব দিতে যাচ্ছিলেন। তা ছাড়া পরিচালকের লাঠির আঘাতে ইরিন জাহান লিজা নামে এক স্কুলছাত্রীও আহত হয়েছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এ দৃশ্য দেখে ট্রেনযাত্রীরা হতভম্ব ও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।
অভিযোগে জানা গেছে, ঝিকরগাছায় অনুষ্ঠেয় স্কাউটের পুষ্পক্যাম্পে অংশ নিতে যাওয়া এক স্কুলশিক্ষিকা তার স্কুলের দুই শিক্ষার্থীকে নিয়ে বেনাপোলগামী ট্রেনে যেতে চান। বেনাপোলগামী ট্রেনে যাত্রীদের প্রচণ্ড ভিড় থাকে। প্রচণ্ড ভিড়ে ট্রেনে উঠতে না পেরে ওই স্কুলশিক্ষিকা শিক্ষার্থী দুজনকে নিয়ে ট্রেনের মাঝ বরাবর থাকা ট্রেনপরিচালকের (গার্ড) রুমের সামনে গিয়ে তাদের উঠাতে অনুরোধ করেন।
স্কুলশিক্ষিকা কাঁদতে কাঁদতে মোবাইল ফোনে জানান, ট্রেনছাড়ার মুহূর্তে বারবার অনুরোধের একপর্যায়ে ট্রেনের পরিচালক ক্ষিপ্ত হয়ে ওই স্কুলশিক্ষিকার মুখে লাথি মারেন এবং লাঠি দিয়ে এক ছাত্রীকে বেধড়ক পেটান। ট্রেনপরিচালকের লাথিতে শিক্ষিকার নাক দিয়ে রক্ত বের হয়। তা ছাড়া লাঠির আঘাতে স্কুলছাত্রী ইরিন জামান লিজাও আহত হয়।
ভুক্তভোগী স্কুলশিক্ষিকা কোনো কূলকিনারা না পেয়ে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনে দায়িত্বে থাকা স্টেশনমাস্টার অনুপ কুমার মন্ডল ও ৯৯৯-এ বিষয়টি অভিযোগ আকারে জানান।
নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের দায়িত্বরত স্টেশনমাস্টার অনুপ কুমার মন্ডল দুঃখ প্রকাশ করে অনাকাঙ্ক্ষিত এ ঘটনার বিষয়টি স্বীকার করে জানান, ট্রেনের পেছনের দিকে এ ঘটনাটি ঘটেছে। অভিযোগের সময় ওই নারীর নাক দিয়ে রক্ত বের হচ্ছিল।