সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
আবেদ হোসাইন, যশোর প্রতিনিধি, কালের খবর :
সময়ের সাথে পাল্লা দিয়ে কালের আবর্তে হারিয়ে গেল আরো একটি বছর। যশোরের নানা ঘটনা যেগুলো ব্যাপক আলোচনা ও তোলপাড় সৃষ্টি করে:
==
৫০ বছর আগে যশোরবাসি জাতির জনক বঙ্গবন্ধু ভাষণ যে স্থানে শুনেছিলেন, সেখানেই ২৪ নভেম্বর-২২, ছয় লক্ষাধিক মানুষের জনসমুদ্রে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো যশোর শহর জনসমুদ্রে পরিণত হয়। আগামী নির্বাচন সামনে রেখে এটিই ছিলো প্রধানমন্ত্রীর প্রথম জনসভা।
==
০২/১২/২২ মণিরামপুরের ছয় বছরের শিশু তাওসিন বায়না ধরেছিল বাবার সঙ্গে হোটেলে পরোটা খাবে। ছেলের বায়না মেটাতে বাড়ির পাশের বাজারে গিয়েছিলেন বাবা হাবিবুর রহমান। তবে পরোটা আর খাওয়া হয়নি। হোটেলে প্রবেশের আগেই দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয় । মর্মান্তিক এ দুর্ঘটনায় পুরো যশোর শোকাহত হয়ে পড়ে।
==
০১/১০/২২ মানুষের হৃদয় কতোটা নিষ্ঠুর আর পাষাণ হলে ফুলের মতো একটা নিঃপাপ কন্যা শিশুকে হত্যা করা যায়।ভাবতেই গাঁ শিউরে ওঠে। বৃষ্টি নামে চার বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যা করে ঘরের চালের ড্রামে লুকিয়ে রাখে প্রতিবেশী আঞ্জুয়ারা বেগম (৪০) । ঘটনাটি এতোই বেদনাবিধুর ছিল যে উপস্থিত সাংবাদিকসহ সকলেই কান্নায় ভেঙে পড়ে।
==
১৬/০৯/২২ যশোরের নওয়াপাড়ায় অবস্থিত বেসরকারি বৃহৎ আকিজ জুট মিলের ৬ হাজার ৩০০ কর্মীকে একদিনের নোটিশে কাজে আসতে নিষেধ করা হয়।
==
দুর্বৃত্তদের হামলার ১২ দিন পর যশোরের ৩৬ মামলার শীর্ষ ‘সন্ত্রাসী বুনো আসাদ চিকিৎসাধীন অবস্থায় ২১ নভেম্বর মারা গেলে এলাকাবাসী উল্লাসে ফেটে পড়ে।
==
০৮/০৯/২২ এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের বাংলা প্রথমপত্রের সৃজনশীল প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানির সাথে যশোর শিক্ষাবোর্ডের এক সেটর ও চার মডারেটরের সম্পৃক্ততার অভিযোগ উঠে।
প্রণীত বাংলা প্রথমপত্রের ব্যাপক সমালোচিত সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্নপত্রটি তৈরি করেছেন যশোর বোর্ডের শিক্ষকরা।
===
২৯/০৯/২২ “মা আমার আগে যেওনা মোরে, আমি কেমন করে দেবো মাটি তোমার কবরে”। কালজয়ী এ গানের সাথে অলৌকিকভাবে মিলে গেছে এক হৃদয় বিদারক ঘটনা।যশোরের মণিরামপুরে মায়ের মৃত্যুর খবর শুনে দশ মিনিটের ব্যবধানে ছেলের মৃত্যুর মর্মান্তিক খবর পাওয়া যায় । জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পাশাপাশি মা-ছেলের দাফন করা হয়।এদিকে মাত্র দশ মিনিটের ব্যবধানে মা-ছেলের করুন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
===
২৮/০৮/২২ ক্রমান্বয়ে অশান্ত হয়ে উঠে যশোরের রাজনৈতিক পরিস্থিতি। বিএনপির শীর্ষ চার নেতার বাড়িতে তান্ডবের পর প্রকাশ্যে জেলা বিএনপি কার্যালয়ে তান্ডব, সাবেক মন্ত্রী তরিকুলপুত্র অমিতকে হত্যা চেষ্টা ও গাড়ি ভাংচুর ও বাড়িতে হামলা করে যুবলীগ ও ছাত্রলীগের একাংশ।
===
২০/০৭/২২ চার দিনের ব্যবধানে যশোর জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির তিন নেতাকে হারিয়ে গভীর শোকাহত হয়ে পড়ে বিএনপি। ১২ জুলাই থেকে ১৬ জুলাই চার দিনের ব্যবধানে হত্যা এবং চিকিৎসাধীন অবস্থা মৃত্যু হয় বিএনপির এই চার নেতার।
==
২৪ মার্চ ২২ যুবলীগ নেতা মাজহার স্কুলের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দেয়। মাজহারের ৬ মিনিট ৮ সেকেন্ডের অডিওর ফাঁসে বলতে শুনা যায় , ’২৪ ঘণ্টার মধ্যে কমিটি যদি আবেদন না করে, তাহলে আপনি যদি যশোর থাকতে পারেন, আমি চুড়ি পরে যশোরে ঘুরে বেড়াব।’ যা ব্যাপক সামালোচনার ঝড় তুলে।
==
বছর জুড়ে যশোরাঞ্চলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ১৮৫ কেজি স্বর্ণ জব্দ ৫৫ জনকে আটকের রেকর্ড করে বিজিবিসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা। উদ্ধার হওয়া ওই স্বর্ণের আনুমানিক মূল্য দেড়শো কোটি টাকা। চোরাকারবারী আটক ও স্বর্ণ উদ্ধার সাফল্যের প্রথম তালিকায় রয়েছে যশোর ৪৯ বিজিবি, দ্বিতীয় অবস্থানে ২১ খুলনা বিজিবি ব্যাটালিয়ন ও তৃতীয় অবস্থানে আছে যশোর জেলা পুলিশ।