শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর : কুলাউড়ায় এক হাজার দশ (১০১০) পিছ ইয়াবাসহ মখলিছ মিয়া (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
রবিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুলাউড়া থানাধীন পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মখলিছ পৃথিমপাশার গণকিয়া গ্রামের মহরম আলীর ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেকের দিকনির্দেশনায় এসআই আবদুল আলিম, এএসআই তপন দেব, এএসআই তাজুল ইসলাম, এএসআই রায়হান কবির, এএসআই রুমান মিয়াসহ গতকাল (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় পৃথিমপাশা ইউনিয়ন এলাকায় এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মখলিসকে গ্রেফতার করে।
কুলাউড়া থানার ওসি জানান, গ্রেফতারকৃত মখলিছ চিহ্নিত মাদক ব্যবসায়ী। আমরা আমাদের গোপন সোর্সের মাধ্যমে জানতে পারি মখলিসের কাছে বিপুল পরিমান ইয়াবা রয়েছে।
২৫ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় কুলাউড়া থানার বিশেষ অভিযানে পৃথিমপাশা ইউনিয়নের দক্ষিণ রবিরবাজারের মাইক্রোবাস স্ট্যান্ডের সামনে থেকে মখলিসকে আটক করা হয়। মখলিসকে তল্লাশি করে তার নিকট থেকে ১ হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।